স্টাফ রির্পোটার: সজিব ওয়াজেদ জয় পরিষদ চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ শনিবার বিকেলে চাঁদপুর শহরের নতুন বাজারস্থ বঙ্গবন্ধু কমপ্লেক্সের ৩য় তলায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সজীব ওয়াজেদ জয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য লায়ন মতিউর রহমান টিটু।
এ সময় তিনি বলেন,আমাদেন সংগঠনকে শক্তিশালি করতে হলে সকলকে এগিয়ে আসতে হবে। যেভাবে কাজ করলে সংগঠনটি সুনামের সাথে এগিয়ে যাবে সেভাবেই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের যে রোল মডেলে রূপান্তিত হয়েছে, সেই উন্নয়নকে ধরে রাখতে আমরাও আমাদের সংগঠন থেকে ভালো কিছু করার চেষ্টা করবো। আমাদের এই সংগঠন যেহেতু একটি সামাজিক সংগঠন, সেজন্য আমরা সবসময় সামাজিক কর্মকান্ড পরিচালনা করবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খান রায়হান, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সজিব ওয়াজেদ জয় পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মোঃ নাজমুল পাটওয়ারী, উপদেষ্টা ফেরদৌসী আক্তার, উপদেষ্টা শেখ মোঃ মহসিন।
সজিব ওয়াজেদ জয় পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল গাজীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ নাছির আহম্মদ, সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান মইজ্জা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক পান্না আক্তার, হালিমা আক্তার, ফরিদগঞ্জ উপজেলা কমিটির সভাপতি হাজী সাব্বির আহমেদ তালুকদার, সহ-সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন,এসিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জেলা শাখার উপ পরিচালক ও কচূয়া উপজেলার আওয়ামী মৎসজীবী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা পূজা সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ ।