চাঁদপুর খবর রির্পোটঃ চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭কেজি গাঁজাসহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ৪মার্চ (শনিবার) হাজীগঞ্জ থানার এসআই মোঃ ইউনুছ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ হাজীগঞ্জ থানাধীন ৯নং পৌরওয়ার্ডস্থ হাজীগঞ্জ উপজেলা পরিষদের ১নং গেইটের সামনে চাঁদপুর টু কুমিল্লাগামী মহাসড়কের পাঁকা রাস্তার পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা ১। মোঃ আলমাস মিয়া রাজু (৩৬), পিতা-মৃত মোঃ জামাল হোসেন, মাতা-মোসাঃ সামিনুর ,স্থায়ী: গ্রাম- শুভাঢ্যা উত্তর পাড়া (হাবিবনগর), উপজেলা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, ২। মোঃ রুবেল ওরফে ভন্ড (২৬), পিতা-মৃত ফালান, মাতা-মৃত তাসলিমা বেগম ,স্থায়ী: (সাং-চৌদ্দ লক্ষ্য, মোতালেব হাওলাদার বাড়ী), উপজেলা- কালকিনী, জেলা -মাদারীপুর, বাংলাদেশ:বর্তমান: গ্রাম- চুনকুটিয়া (আমবাগিচা) (দারুস সালাম জামে মসজিদের পশ্চিম পাশের বাড়ী), উপজেলা/থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা -ঢাকা কে আটক করে।
এসময় আটককৃত মাদকব্যবসায়ীদের কাছ থেকে ৭কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য-১লক্ষ ৪০চল্লিশ হাজার। এ বিষয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।