চাঁদপুরে বিভিন্ন দূরারোগ্য রোগে আক্রান্তদের সহায়তা প্রদান

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় ১শ ৪০জন ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ৩৬জন আর্থিক অনুদান প্রধান করা হয়েছে।

গতকাল চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ারী প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেণ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি ভার্চুয়ালী বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেছেন। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য আগে বিদেশে যেতে হত। বর্তমানে দেশেই এসব জটিল রোগের চিকিৎসা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এসব রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করে দিয়েছেন। পর্যায়ক্রমে সকল সরকারি হাসপাতালে এসব রোগের চিকিৎসা সুবিধা দেয়া হবে। তিনি বেসরকারি হাসপাতালে না গিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য রোগীদের পরামর্শ দেন।

তিনি বলেন, ২০১৩-১৪ অর্থবছর থেকে মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর জেলায় এসব রোগের চিকিৎসা সহায়তা বাবদ ৮ কোটি ৬৮ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। সারাদেশেই এমন বরাদ্দ দেয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সকলের পাশে রয়েছেন। তিনি সকল রোগীর দ্রুত আরোগ্য কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক মো: কামরুল হাসান।

চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকার, সমাজসেবা অফিসার (রেজিঃ) মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

অনুদানের মধ্যে ১শ ৪০জন রোগীর মধ্যে জন প্রতি ৫০ হাজার টাকা হারে এবং ৩৬ জনকে ২লক্ষ ৪১ হাজার টাকা হারে সর্বমোট ৭২ লক্ষ ৪১ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির পক্ষে ১শ ৪০ জন রোগী’র হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের অনুদানের চেক হস্তান্তর করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
চিকিৎসা সহাযতার চেক গ্রহীতাগণের মধ্যে ৯৪ জন ক্যান্সার, ১২ জন কিডনী, ৯জন লিভার সিরোসিস, ৩জন স্ট্রোকে প্যারালাইড, ৮জন জন্মগত হৃদরোগ ও ১৪ জন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী।
এর মধ্যে চাঁদপুর পৌরসভার ২৪ জন, সদর উপজেলার ১৪ জন, কচুয়া উপজেলার ২১ জন, শাহরাস্তি উপজেলার ১৬ জন, হাজীগঞ্জ উপজেলার ২০ জন, মতলব দক্ষিণ উপজেলার ৭ জন, মতলব উত্তর উপজেলার ১১ জন, হাইমচর উপজেলার ৭জন এবং ফরিদগঞ্জ উপজেলার ২০জন।
এসময় জেলা প্রশাসক কামরুল হাসান চাঁদপুর পৌরসভার বিপনীবাগ বাজারে সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩জনসহ মোট ৩৬জন অসচ্ছল ব্যক্তিকে বৃত্তি, চিকিৎসা সহায়তা বাবদ বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ঢাকা হতে প্রাপ্ত ২লক্ষ ৪১ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন।

চিকিৎসা সহায়তার আবেদন প্রাপ্তির ক্রমানুসারে নির্বাচিত সুবিধাভোগীরা হলেন- আলী আজগর, উম্মে হানী, মৃত সানাউল্ল্যাহ, বাখরপুর, চান্দ্রা বাজার, সদর (ক্যান্সার) ৫০হাজার টাকা, ২. সাবরিনা হোসেন, মাতা: সুমি আক্তার, পিতা: ইমাম হোসেন, গ্রামঃ শোরসাক মজুমদার বাড়ি, সূচীপাড়া উত্তর ইউনিয়ন, শাহরাস্তি (থ্যালাসেমিয়া) ৫০হাজার টাকা, ৩. মোসাঃ জাহানারা বেগম, মাতা: পিয়ারা বেগম, পিতা: আঃ গনি বেপারী, গ্রাম- পূর্ব চর কৃষ্ণপুর বেপারী বাড়ি, পো: আলগী বাজার, হাইমচর (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৪. মমিন, মাতা: উম্মতির নেছা, পিতা: মৃত হোসেন আলী গাজী, গ্রামঃ গন্ডামারা গাজী বাড়ি,

হাইমচর (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৫. মজিবুর রহমান, মাতা: মঞ্জুমা খাতুন, পিতা: ছিদ্দিকুর রহমান, গ্রাম ও পোঃ নারায়নপুর, মতলব দক্ষিণ (কিডনী) ৫০হাজার টাকা, ৬. মোঃ সাইফুল ইসলাম, মাতা: মিস রাজিয়া বেগম, পিতা: মোঃ নজরুল ইসলাম, আদম আলী বেপারী বাড়ি, উত্তর নায়েরগাঁও, মতলব দক্ষিণ (লিভার সিরোসিস) ৫০হাজার টাকা, ৭. রোশন আরা বেগম, পিতা: মোঃ আবুল কাশেম, মাতা: লতুফা বেগম, গ্রাম: মুরাদপুর বেপারী বাড়ী, পো: রঘুনাথপুর, কচুয়া (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৮. সুরাইয়া আক্তার শায়লা, পিতা: শাহ আলম, মাতা: সাজেদা আক্তার, গ্রাম: সাদিপুরা নোয়া বাড়ি, কচুয়া (ক্যান্সার) ৫০হাজার টাকা,৯. জামাল হোসেন, পিতা: আবদুর রব আমিন, মাতা: সুফিয়া খাতুন, গ্রাম: রাজাপুর আমিন বাড়ি, কচুয়া (ক্যান্সার) ৫০হাজার টাকা,

১২. আরিশা ইসলাম নিহা, পিতা: মোঃ হাসান, মাতা: নাছরিন আক্তার, গ্রাম: গোহট হাজী বাড়ি, পো: রহিমানগর, কচুয়া (থ্যালাসেমিয়া) ৫০হাজার টাকা, ১৩. আমেনা, মাতা: আয়শা আক্তার, পিতা: মোঃ আবুল, গ্রাম: আয়মা জহির উদ্দিন প্রধানীয়া বাড়ী, পো: রঘুনাথপুর, কচুয়া (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১৪. আবদুল কাদের, পিতা: মনছুর আলী, মাতা: রতনের নেছা, গ্রাম: লুন্তি তালুকদার বাড়ী, ডাক: মনোহরপুর, কচুয়া (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১৫. হাজেরা আক্তার, মাতাঃ রেনু আক্তার, বাবাঃ আবুল কাশেম, গ্রাম: দেবকরা, ইউনিয়ন: মেহের দক্ষিণ, শাহরাস্তি (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১৬. রানী বেগম, মাতা: মৃত মোনোয়ারা বেগম, পিতা: মৃত হাফিজুর রহমান, আদালত পাড়া, জোড় পুকুর পাড় (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১৭. পারুল বেগম, মাতা: জাহানারা বেগম, পিতা: মতিন গাজী, ২৬নং দক্ষিন তরপুরচন্ডী, বাবুরহাট, পৌরসভা (ক্যান্সার) ৫০হাজার টাকা,

১৮. মোঃ শামিম আখন, মাতা: ফাতেমা বেগম, পিতা: হুমায়ুন কবির আখন, আখন বাড়ী, দাসদী, বাবুরহাট,পৌরসভা (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১৯. মিলন শীল, মাতা: আশা লতা রায়, পিতা: ডাঃ উমেশ চন্দ্র রায়, রয়েজমোড়, ঘোষপাড়া, পুরানবাজার (ক্যান্সার) ৫০হাজার টাকা, ২০. মোসাম্মৎ রিনা আক্তার, মাতা: মোসাম্মৎ ফিরোজা বেগম, পিতা: মৃত মোঃ ইছাক মিয়া, ই/৩৩ খ, বকুলতলা রোড, পাল বাজার (ক্যান্সার) ৫০হাজার টাকা, ২১. শাহানাজ, মাতা: খাতেজা বেগম, পিতা: মোঃ ফজল মিয়া, ১৪০/১২৭, গ্যাস কম্পানি রোড, খলিশাডুলি (ক্যান্সার) ৫০হাজার টাকা, ২২. হাসিনা বেগম, মাতা: আমেনা বেগম, পিতা: নূর মোহাম্মদ খান, মোম ফ্যাক্টরী, পুরান বাজার, পৌরসভা (ক্যান্সার) ৫০হাজার টাকা,

২৩. নার্গিস ফাতেমা, মাতা: ছালেহা বেগম, পিতা: মোস্তফা কামাল, দাসাদী, বিষ্ণুদী রোড, ব্যাংক কলোনী, পৌরসভা (ক্যান্সার) ৫০হাজার টাকা, ২৪. পরেশ চন্দ্র শীল, মাতা: মৃত জীবনী বালা, পিতা: মৃত বিসম্বর চন্দ্র শীল, তরপুরচন্ডী, বাবুরহাট, (ক্যান্সার) ৫০হাজার টাকা, ২৫. মমতাজ বেগম, মাতা: মৃত হায়াতন নেছা, পিতা: মৃত খলিল সিকদার, জিটি রোড, চেয়ারম্যন ঘাট (কিডনী) ৫০হাজার টাকা, ২৬. মোঃ সাগর, মাতা: শাহিদা বেগম, পিতা: ওয়াজেদ আলী, খান বাড়ি, মিজি বাড়ি রোড, দক্ষিণ শিলন্দিয়া, বাবুরহাট, চাদপুর, (কিডনী) ৫০হাজার টাকা, ২৭. মোঃ জুলাস ঢালী, মাতা: আমেনা বেগম, পিতা: জয়নাল ঢালী, জাফরাবাদ, পুরান বাজার, ৩নং ওয়ার্ড (লিভার সিরোসিস) ৫০হাজার টাকা, ২৮. মোঃ আবদুর রেজ্জাক, মাতা: জাহানারা বেগম, পিতা: আলী আহমেদ ঢালী, রহমতপুর আত্র, ভুইয়া বাড়ি, নতুন বাজার, ১০নং ওয়ার্ড (লিভার সিরোসিস) ৫০হাজার টাকা,

২৯. লিটন চন্দ্র সরকার, মাতা: মৃত মায়া রানী সরকার, পিতা: মৃত কেশব লাল সরকার ৫২, আমজাদ আলী রোড, পূর্ব শ্রীরামদী, দাসপাড়া, পুরান বাজার (স্ট্রোকে প্যারালাইজড) ৫০হাজার টাকা, ৩০. মোঃ আবির হেসেন মুন্সী, মাতা: মোসাম্মৎ সামছুন নাহার, পিতা: মোঃ আনোয়ার হোসেন মুন্সী, বাসা নং- ৪৮৫, হাপানিয়া, অশিকাটি, ওয়ার্ড নং- ২ (জন্মগত হৃদরোগ) ৫০হাজার টাকা, ৩১. সানজিদা, মাতা: তানিয়া আক্তার, পিতা: মোঃ সাহেদ গাজী, বাড়ি নং- ১২২৮, মধ্য ইচুলী, নতুন বাজার, পৌরসভা (জন্মগত হৃদরোগ), ৫০হাজার টাকা,

৩২. স্নেহা দাস, মাতা: ডলি রানী দাশ, পিতা: সুব্রত দাস, বাসা নং- ৩৩১-১, রোড নং ৬, বকুলতলা রোড পাল বাজার (থ্যালাসেমিয়া) ৫০হাজার টাকা, ৩৩. জান্নাতুল মাওয়া ইভা, মাতা: সামিয়া ইসলাম, পিতা: মোঃ নূরুল ইসলাম নুরু, বাসা নং ১০৬-৯৫, বিষ্ণুদী মাদ্রাসা রোড, (থ্যালাসেমিয়া) ৫০হাজার টাকা, ৩৪. নাইমুল আফনান লিজা, মাতা: মরিয়ম বেগম, পিতা: মোঃ হেলাল উদ্দিন মিয়া, বাসা নং/০০৪২, কোড়ালিয়া রোড (পশ্চিম) পৌরসভা (থ্যালাসেমিয়া) ৫০হাজার টাকা, ৩৫. সাহানারা বেগম, পিতা: সরুপা বেগম, মাতা: রনজন আলী কাজী, গ্রামঃ মনোহর খাদী সরকার,বাড়ী, সদর (ক্যান্সার) ৫০হাজার টাকা,

৩৬. ওহিদ মোল্লা, মাতা: ছাবিয়া খাতুন, পিতা: ঈমান উদ্দীন মোল্লা, গ্রামঃ দামোদরদী মোল্লা বাড়ী, ডাকঃ মনোহর খাদী, সদর (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৩৭. মোঃ রফিকুল ইসলাম, মাতা: রহিমা বেগম, পিতা: মোঃ সেকান্দর বেপারী, গ্রামঃ হোসেনপুর বেপারী বাড়ী, ডাকঃ আশিকাটি, সদর (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৩৮. মোঃ সাইফুল ইসলাম খান, মাতা: সাহিদা বেগম, পিতা: মোঃ সিরাজুল ইসলাম খান, গ্রামঃ তরপুরচণ্ডী খান বাড়ী, ডাকঃ বাবুরহাট, সদর, (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৩৯. মুক্তা আক্তার, মাতা: হাছিনা আক্তার, পিতা: মোশারপ মিজি, হাপানিয়া, করমদ্দিন মিজি বাড়ী, আশিকাটি, সদর, (কিডনী) ৫০হাজার টাকা, ৪০. আব্দুল আহাদ, মাতা: রুবি বেগম, পিতা: মোঃ ইউসুফ পাটওয়ারী, গ্রামঃ কৃষ্ণপুর পাটওয়ারী বাড়ী, মহামায়া, সদর (থ্যালাসেমিয়া) ৫০হাজার টাকা, ৪১. খুরশিদা বেগম, স্বামী: তরিক উল্লাহ পাটওয়ারী, মাতা: মৃত মাফিয়া বেগম, গ্রাম: গোবিন্দপুর, তারেক পাটওয়ারী বাড়ী, পো: গোয়ালভাওর বাজার, ফরিদগঞ্জ (ক্যান্সার) ৫০হাজার টাকা,

৪২. কবির, মাতা: শাহানারা বেগম, পিতা: আঃ মান্নান, গ্রামঃ তারা পাল্লা প্রধানীয়া বাড়ী, পো: রঘুনাথপুর, হাজীগঞ্জ (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৪৩. জিলানী, মাতাঃ আরফতের নেছা, পিতা: মোহাম্মদ আলী, গ্রাম: দেওদ্রোন পাটওয়ারী বাড়ী, পো: নাসির কোট, হাজীগঞ্জ (কিডনী) ৫০হাজার টাকা, ৪৪. সাইম হোসেন, মাতা: কুলছুমা বেগম, পিতা: ছিদ্দিকুর রহমান, গ্রাম: দোয়ালিয়া, পোর্দার বাড়ী, পো: ও উপ: হাজীগঞ্জ (থ্যালাসেমিয়া) ৫০হাজার টাকা, ৪৫. কামরুল হাসান, মাতা: কাজল, পিতা: ছালেহ আহমদ, গ্রাম: শোরসাক, আঃ রহমান হাজী, ইউঃ সূচীপাড়া উত্তর, শাহরাস্তি (ক্যান্সার) ৫০হাজার টাকা,

৪৬. ফরিদা বেগম, মাতা: জান্নাতুন নেছা, পিতা: আবুল হাশেম, গ্রাম: রাজাপুরা, ইউঃ টামটা উত্তর, বর্তমানঃ কাজির কামতা, শাহরাস্তি পৌরসভা (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৪৭. রোকসানা আক্তার, মাতা: অহিদা বেগম, পিতা: হাফিজ আহমেদ, গ্রাম: বড়তুলা সুরুজ বাড়ী, ইউঃ চিতোষী পূর্ব, শাহরাস্তি (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৪৮. মোঃ আব্দুল মান্নান, মাতা: সাফিয়া খাতুন, পিতা: ছৈয়দ আলী, গ্রাম: ভাটনীখোলা মুন্সি বাড়ী, ইউঃ শাহরাস্তি পৌরসভা (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৪৯. মোঃ ইয়াসিন, মাতা: জেসমিন আক্তার, পিতা: শেখ ফরিদ, গ্রাম: ধোপল্লা তালুকদার বাড়ি, ইউঃ টামটা দক্ষিণ, শাহরাস্তি (জন্মগত হৃদরোগ) ৫০হাজার টাকা,

৫০. মোঃ আবরাহ হোসেন আরিয়ান, মাতা: মমিনা খাতুন, পিতা: মোঃ আলমগীর হোসেন, গ্রাম: পরানপুর, ইউঃ টামটা উত্তর, শাহরাস্তি (জন্মগত হৃদরোগ) ৫০হাজার টাকা, ৫১. রোজিনা বেগম, পিতা: লতিফ গাজী, মাতা: গুলবাহার খাতুন, ম্যারকাটিজি, পুরান বাজার পৌরসভা (স্ট্রোকে প্যারালাইজড) ৫০হাজার টাকা, ৫২. মোহাম্মদ আলী, পিতা: আব্বাস আলী, মাতা: আলতাফের নেছা, গ্রাম- চাপাতলী, পো- রহিমানগন, কচুয়া (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৫৩. জেসমিন বেগম, স্বামী-জিয়াউদ্দিন, মাতা: জমিলা বেগম, গ্রাম- ভূইয়ারা জমিদার বাড়ী, পোঃ পালাখাল, কচুয়া (ক্যান্সার) ৫০হাজার টাকা,

৫৪. রোশানারা বেগম, স্বামীঃ মোঃ জাকির হোসেন মীর, মাতা: রাহেলা বেগম, গ্রামঃ বরইগাঁও, কচুয়া চাঁদপর, (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৫৫. ফাতেমা আক্তার, পিতা: আফিজ উদ্দিন, মাতা: মৃত জাহেদা বেগম, গ্রামঃ মেঘদাইর মাদ্রাসা বাড়ী, পোঃ পালাখাল, কচুয়া (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৫৬. রেহেনা বেগম, মাতা: আছমতির নেছা, পিতা: আমিন উদ্দিন, গ্রামঃ আশ্রাফপুর জিরগা বাড়ী, পোঃ আশ্রাফপুর, কচুয়া (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৫৭. খাদিজা আক্তার, পিতাঃ আবু তাহের, মাতাঃ রাশিদা বেগম, গ্রামঃ উজানী, পোঃ উজানী, কচুয়া (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৫৮. আবুল বাসার, পিতা: মৃত কেরামত আলী, মাতা: সাবিয়া বেগম, গ্রামঃ মেঘদাইর আরব আলী মাঃ বাড়ি, পোঃ পালাখাল, কচুয়া (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৫৯. মুহাঃ ইউনুস, পিতা: মোঃ নুরুল হুদা, মাতা: মোসাঃ কুলসুমা বেগম, গ্রামঃ কোমরকাসা পাটওয়ারী বাড়ি, পোঃ কচুয়া (ক্যান্সার) ৫০হাজার টাকা,

৬০.মরিয়ম বেগম, স্বামীঃ মনির হোসেন মীর,মাতা: আনোয়ারা বেগম, গ্রামঃ কাদলা মীর বাড়ী, পোঃ কাদলা, কচুয়া (কিডনী) ৫০হাজার টাকা, ৬১. মোঃ আলী আকবর শেখ, পিতা: মৃত মোঃ আসাদ আলী শেখ, মাতা: রশিদা বেগম, গ্রাম: শাহাপুর, (গনি শেখের বাড়ী) পোঃ সোনালী বালিকা উচচ বিদ্যালয়, ফরিদগঞ্জ (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৬২. জসীম, পিতা: নুর নবী, মাতা: নুর নেছা বেগম,গ্রাম: কাওনিয়া, (বশিরউল্লাহ মৌলবী বাড়ী) পোঃ কাওনিয়া, ফরিদগঞ্জ, (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৬৩. পেয়ারা বেগম,স্বামী মৃত: আবুল হাশেম, মাতা: মৃত: সৈয়দের নেছা, গ্রাম: বিশেরবন্দ, (উত্তর কাজী বাড়ী), পো: রুপসা, ফরিদগঞ্জ (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৬৪. আনোয়ারা বেগম, মাতা: মৃত ছালেহা বেগম, স্বামীঃ মোঃ আলমগীর মিয়া, গ্রামঃ নবকলস কলেজ গেইট, পোঃ মতলব বাজার, মতলব দক্ষিণ (ক্যান্সার) ৫০হাজার টাকা,

৬৫. মোঃ মুদাচ্ছের আলী ভূঁইয়া, পিতা: হারিসুল আহম্মেদ ভূঁইয়া,মাতা: রাবেয়া বেগম, শিলন্দিয়া আলী আহমদ খান বাড়ী, বাবুরহাট, পৌরসভা (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৬৬. রোকেয়া বেগম, স্বামী: আবদুল মজিদ,মাতা: মোকছুদা, গ্রাম: বারপাইকা পাটওয়ারী বাড়ি, পো: গৃদকালিন্দিয়া, ফরিদগঞ্জ, (কিডনী) ৫০হাজার টাকা, ৬৭. রবিউল ইসলাম , পিতা: মোঃ রুহুল আমিন, মাতা: মাফুজা বেগম, গ্রামঃ পঃ বড়ালী, (সরকার বাড়ী), পো: ফরিদগঞ্জ, ফরিদগঞ্জ পৌরসভা (ক্যান্সার) ৫০হাজার টাকা,

৬৮. সাজ্জাদ হোসেন শাকিল, পিতা: আবু ছায়েদ মিজি, মাতা: নাছিমা আক্তার, গ্রামঃ কাছিয়াড়া, (মিজি বাড়ী), পো: ফরিদগঞ্জ, ফরিদগঞ্জ, (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৬৯. জাহাঙ্গীর, পিতা: মৃত: মোঃ সফিউল্ল্যা মুন্সি, মাতা: উলফতের নেছা, গ্রামঃ উটতলি, (আব্বাস আলী মুন্সি বাড়ী) পো: টোরামুন্সিরহাট, ফরিদগঞ্জ (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৭০. মনোয়ারা বেগম, মাতা: মৃত: আমেনা বেগম, পিতা: আইয়ুব আলী, গ্রাম: নিজমেহার, ইউঃ শাহরাস্তি পৌরসভা (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৭১. মোহাম্মদ মজিবুর রহমান, মাতা: জরিনা বেগম, পিতা: জহিরুল হক, গ্রাম: রাড়া দক্ষিণ পাটওয়ারী বাড়ী, ইউঃ টামটা উত্তর, শাহরাস্তি (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৭২. রহিমা বেগম, মাতা: মঞ্জুমা বেগম, পিতা: মোঃ রফিকুল ইসলাম, গ্রাম: টামটা সাদার বাড়ী, ইউঃ টামটা দক্ষিণ, শাহরাস্তি (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৭৩. মোঃ আনিসুর রহমান ভূঁইয়া, মাতা: মোসা: বেলায়েত নেছা, পিতা: ইউনুছ ভূঁইয়া, গ্রাম: আহম্মদ, নগর ভূঁইয়া বাড়ী, ইউ: রায়শ্রী দক্ষিণ, শাহরাস্তি (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৭৪. মোঃ আবদুর রব, মাতা: রাব্বানু বেগম, পিতা: আবদুল কাদির, গ্রাম: শোরসাক আটিয়া বাড়ি, ইউঃ সূচীপাড়া উত্তর, শাহরাস্তি (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৭৫. তাসনিয়া আক্তার, মাতা: তামান্না আক্তার, পিতা: মোহাম্মদ রুহুল আমিন, গ্রাম: দিগধাইর, ইউঃ সূচীপাড়া দক্ষিণ, শাহরাস্তি (জন্মগত হৃদরোগ) ৫০হাজার টাকা,

৭৬. সাহিদা বেগম, মাতা: মৃত তাহের নেছা, পিতা: হাসান আলী, গ্রাম-উঃ বগুলা ফকির বাড়ি, পো: চরভৈরবী, হাইমচর, (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৭৭. রাবেয়া বছরি, মাতা-রাহিমা বেগম, পিতা- মৃত তৈয়বুর রহমান, গ্রাম- টোরাগড়, কাজী বাড়ী, পো:-হাজীগঞ্জ, হাজীগঞ্জ (লিভার সিরোসিস) ৫০হাজার টাকা, ৭৮. তাছলিমা আক্তার, পিতা: মৃত হাতেম আলী প্রধানিয়া, মাতা: রোজিনা বেগম, গ্রাম- রাজাপুর, পো: খিলপাড়া, হাজীগঞ্জ (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৭৯. জাহানারা বেগম, স্বামী-জামাল খান, মাতা- হাছন ভানু, গ্রাম:- মালাপাড়া খান বাড়ী, পো:-নাসির কোট, হাজীগঞ্জ (ক্যান্সার) ৫০হাজার টাকা,

৮০. মোঃ বিল্লাল হোসেন, পিতা: আ: মান্নান, মাতা: রওশন আরা বেগম, গ্রাম: পূর্ব মকিমাবাদ মাইজের বাড়ী, হাজীগঞ্জ (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৮১. ফায়েজুল ইসলাম, পিতা- জামাল উদ্দিন, মাতা-রাবেয়া বেগম, গ্রাম:- গোড়শ্বর গাজী বাড়ি, পো: ধড্ডা, হাজীগঞ্জ, (থ্যালাসেমিয়া) ৫০হাজার টাকা, ৮২. মানচুরা বেগম, স্বামীঃ বারেক কাজী, মাতা: রছুমা খাতুন, গ্রাম:-পালিশারা, পো: পলিশারা, হাজীগঞ্জ (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৮৩. মোহাম্মদ শাহজালাল হোসাইন, পিতা-মোঃ এমরান হোসেন, মাতা-হালিমা আক্তার, গ্রাম:- বেলঘর মিয়াজী বাড়ী, পো: বলিয়া, হাজীগঞ্জ (ক্যান্সার) ৫০হাজার টাকা,

৮৪. হালিমা বেগম, পিতাঃ মোঃ তরিকুল ইসলাম, মাতাঃ খুরশিদা বেগম, গ্রাম: বলিয়া বড়বাড়ী, পো: বলিয়া, হাজীগঞ্জ (কিডনী) ৫০হাজার টাকা, ৮৫. মোঃ জসিম উদ্দীন, পিতা: মোঃ মতিউর রহমান, মাতা: জাহানারা বেগম, সরকার বাড়ি, ঢাকিরগাঁও, মতলব দক্ষিণ (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৮৬. মিসেস মমতাজ বেগম, স্বামীঃ সিহাবুদ্দিন পাটওয়ারী, মাতা: কুলছুমা বেগম, পাটওয়ারী বাড়ি, গ্রামঃ বাকরা, পোঃ মাস্টার বাজার, মতলব দক্ষিণ (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৮৭. আয়েশা বেগম, স্বামীঃ মিন্টু মিয়া সওদাগর, মাতা: ছাফিয়া বেগম, গ্রামঃ আশ্বিনপুর, পোঃ নায়েরগাঁও বাজার, মতলব দক্ষিণ (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৮৮. আমেনা বেগম, পিতা: আঃ হক মিজি, মাতা: আমিরুন নেছা, বাসা নং- ৭১৩, আঃ করিম পাটওয়ারী সড়ক, চিত্রলেখা মোড়, পৌরসভা (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৮৯. পেয়ারা বেগম, পিতা: আঃ গফুর, মাতা: সকিনা খাতুন, গ্রামঃ সন্তোষপুর মুন্সি বাড়ী, ফরিদগঞ্জ (লিভার সিরোসিস) ৫০হাজার টাকা, ৯০. মোহাম্মদ সেলিম বেপারী, পিতা: মোঃ কালু বেপারী, মাতা: মোসাম্মৎ খায়রুননেছা, ১০২৭/৯৪০ গুয়াখোলা, পৌরসভা (ক্যান্সার) ৫০হাজার টাকা,

৯১. মোঃ ইয়ামিন গাজী, পিতা: আলমগীর গাজী, মাতা: শাহানাজ আক্তার, রুস্তম গাজী বাড়ী, টিজি রোড, মধ্য শ্রীরামদি, পুরান বাজার, পৌরসভা (জন্মগত হৃদরোগ) ৫০হাজার টাকা, ৯২. মোঃ মাঈনুল আলম (সাফি), পিতা: মোঃ শহীদুল আলম, মাতা: জেসমিন আক্তার, বিষ্ণুদী, মাদ্রাসা রোড (থ্যালাসেমিয়া) ৫০হাজার টাকা, ৯৩. শফিউল ঢালী, মাতা: শান্তিয়া বেগম, পিতা: মোতালেব ঢালী, গ্রাম-পাড়া বগুলা আংশিক দক্ষিণাংশ, পো: চরভৈরবী, হাইমচর (কিডনী) ৫০হাজার টাকা, ৯৪. মোঃ দুদু মিয়া গাজী, মাতা: মৃত মনজুমা খাতুন, পিতা: মৃত আঃ কাদির গাজী, গ্রামঃ দক্ষিণ আলগী গাজী বাড়ী, হাইমচর (লিভার সিরোসিস) ৫০হাজার টাকা, ৯৫. আবু হানিফ, মাতা: আমিনা বেগম, পিতা: হালিম বন্দুকসী, গ্রামঃ নয়ানী লক্ষ্মীপুর বন্দুকসী বাড়ী, পোঃ আলগী বাজার, হাইমচর (ক্যান্সার) ৫০হাজার টাকা,

৯৬. মোঃ বিল্লাল হোসেন, পিতা: মোঃ তরিক উল্যা, মাতা: আনোয়ারা বেগম, গ্রাম: বালিথুবা (মান্নান মাষ্টার বাড়ী), পোঃ বালিথুবা, ফরিদগঞ্জ (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৯৭. ফরিদা ইয়াছমিন, স্বামীঃ মৃত আলমগীর হোসেন, মাতা: মনোয়ারা বেগম, গ্রাম: সাহেবগন্জ (মুন্সী বাড়ী), পো: সাহেবগন্জ, ফরিদগঞ্জ, (ক্যান্সার) ৫০হাজার টাকা, ৯৮. মোঃ রিয়াদ হোসেন আলী, পিতা: মোঃ লিটন মিয়া, মাতা: মজিনা বেগম, গ্রাম: উত্তর রাজাপুর, (মিজি বাড়ী), ফরিদগঞ্জ, (কিডনী) ৫০হাজার টাকা,

৯৯. সাব্বির আহম্মদ ভূঁইয়া, মাতা: ফেরদৌসী বেগম, পিতা: খোরশেদ আলম ভূঁইয়া, গ্রাম- উত্তর তরপুরচন্ডী, সদর (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১০০. মোঃ সফিকুল ইসলাম, মাতা – মোসাম্মৎ মরিয়ম বেগম, পিতা- আ: আজিজ তহশীলদার, গ্রাম- তরপুরচণ্ডী, সদর (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১০১. আবদুল মজিদ সরদার, মাতা: নুর বানু, পিতা: সোনা মিয়া সরদার, গ্রামঃ বলাশিয়া, ডাক: রাজরাজেশ্বর, সদর (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১০২. রেহানা বেগম, পিতা: খলিল মৃধা, মাতা: মমতাজ বেগম, গ্রামঃ রাজুর কান্দি, পোঃ গজরা বাজার, মতলব উত্তর (ক্যান্সার) ৫০হাজার টাকা,

১০৩. তৃপ্তি রানী ঘোষ, স্বামী: অজিত চন্দ্র ঘোষ, মাতা: হেলন রানী ঘোষ, গ্রাম: জমদার দিঘির পাড় ঘোস বাড়ী, পো: সাচার, কচুয়া (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১০৪. মনোয়ারা বেগম, মাতা: মরিয়ম বেগম, পিতা: মোহাম্মদ উল্যা, গ্রাম- রামচন্দ্রপুর, ডাক;- সাহেব বাজার, সদর, (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১০৫. পারুল বেগম, মাতা: মল্লিকা বেগম, পিতা: ছেরাজল হক, গ্রাম- ভাটেরগাঁও, ডাক:- আলগী পাঁচগাঁও, সদর, (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১০৬. রোকেয়া বেগম, স্বামী: আঃ মজিদ, মাতা: মোকছুদা, গ্রামঃ বারপাইকা, দক্ষিণ পাড়া, পাটোয়ারী বাড়ি, পোঃ গৃদকালিন্দিয়া, ফরিদগঞ্জ (কিডনী), ৫০হাজার টাকা,

১০৭. নাছিমা বেগম, মাতা- আমিরেন্নেছা, পিতা- আ: আজিজ মিজি, গ্রাম-উত্তর মৈশাদী মিজি বাড়ী, ডাক:- বাবুরহাট, সদর, (লিভার সিরোসিস) ৫০হাজার টাকা, ১০৮. মোঃ আব্দুছ ছালাম, মাতা: মিসেস আঞ্জুমান আরা বেগম, পিতা: মোঃ আব্দুর রব, গ্রাম: নিজমেহার, শাহরাস্তি পৌরসভা (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১০৯. আবুল কালাম, পিতা: মধুর আলী, মাতা: জিন্নতের নেছা, পাঞ্চাইল (তালুকদার বাড়ী), কাদরা, শাহরাস্তি (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১১০. শাহজালাল প্রধান, পিতা: মৃত শামছুল হক, মাতা: মালতী বেগম, গ্রামঃ মৈষাদী, পোঃ গজরা বাজার, মতলব উত্তর (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১১১. মোঃ ফজলুল হক, পিতা: মোঃ আঃ মোতালেব প্রধান, মাতা: লজ্জতের নেছা, গ্রামঃ বৈদ্যনাথপুর, পোঃ গজরা বাজার, মতলব উত্তর (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১১২, আবুল কালাম, পিতা: আবুল কাসেম, মাতা: সাফিয়া খাতুন, গ্রামঃ পশ্চিম দূর্গাপুর, পোঃ আনন্দ বাজার, মতলব উত্তর (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১১৩. খালেদা খাতুন, মোশারফ হোসেন, মাতা: শাহানারা বেগম, গ্রামঃ বেগমপুর, পোঃ সুজাতপুর বাজার, মতলব উত্তর, (ক্যান্সার) ৫০হাজার টাকা,

১১৪. মোঃ সাহিমুল ইসলাম সাহিম, পিতা: সালাউদ্দিন, মাতা: পপি আক্তার, গ্রামঃ বালুচর, পোঃ ভেদুরিয়া বাজার, মতলব উত্তর (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১১৫. মিস খোদেজা খাতুন, মোহাম্মদ আলী গাজী, মাতা: সুফিয়া খাতুন, গ্রামঃ দঃরামপুর, পোঃ ভেদুরিয়া বাজার, মতলব উত্তর (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১১৬. আ, খ, আ, ম নাবহান, পিতা: মোঃ আবু নাছের, মাতা: খাদিজা আক্তার, গ্রামঃ পূর্ব ষাটনল, পোঃ ষাটনল বাজার, মতলব উত্তর, (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১১৭. মোহাম্মদ আলী, পিতা: মৃত ফজলুল করিম, মাতা: রুপিয়া বেগম, গ্রামঃ দিঘলীপাড়, পোঃ নাউরী বাজার, মতলব উত্তর, (ক্যান্সার) ৫০হাজার টাকা,

১১৮. মোহাম্মদ নাছির উদ্দিন, পিতা: মোঃ আমিন উদ্দিন, মাতা: আয়েশা বেগম, গ্রামঃ সিপাই কান্দি, পোঃ এনায়েত নগর, মতলব উত্তর (লিভার সিরোসিস) ৫০হাজার টাকা, ১১৯. নাছিমা বেগম, স্বামীঃ আঃ মালেক, মাতা: সাজেদা বেগম, গ্রামঃ লবাইরকান্দি, পোঃ লবাইরকান্দি, মতলব উত্তর, (থ্যালাসেমিয়া) ৫০হাজার টাকা, ১২০. হালিমা খাতুন, মাতা: আজুদা খাতুন, স্বামীঃ মোঃ আ: ওয়াহেদ মজুমদার, গ্রামঃ রামপুর চৌধুরী বাড়ী, পো:- রামপুর, হাজীগঞ্জ (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১২১. সাদিয়া আক্তার, মাতা: সেলিনা বেগম, পিতা: জাকির, গ্রামঃ মকিমাবাদ পূর্ব সর্দার বাড়ী, হাজীগঞ্জ (ক্যান্সার) , ৫০হাজার টাকা, ১২২. মোহাম্মদ ছালামত উল্ল্যা, মাতা: মৃত- আম্বিয়া বেগম, পিতা: মুত হাজী সেকান্দর আলী, গ্রামঃ কংগাইশ সিংহ বাড়ী, পো: আলীগঞ্জ, হাজীগঞ্জ (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১২৩. মনিরা আক্তার, মাতা: মোসা: জেসমিন বেগম, পিতা: মোঃ আঃ হাই, গ্রামঃ হাড়িয়াইন সাহেব বাড়ী, পো: হাটিলা টংগীর পাড়, হাজীগঞ্জ (ক্যান্সার) ৫০হাজার টাকা,

১২৪. মোঃ মনির হোসেন, মাতা: ফাতেমা বেগম, পিতা: ছিদ্দিকুর রহমান, গ্রামঃ সর্দার বাড়ী, বোরখাল, পো:-বাকিলা, হাজীগঞ্জ (ক্যান্সার) , ৫০হাজার টাকা, ১২৫. মুনতাহা ইসলাম, মাতা: মোসাঃ জান্নাত বেগম, পিতা: শাহাজাহান বেপারী, গ্রামঃ খাকবাড়ীয়া, পো: সুহিলপুর, হাজীগঞ্জ, (জন্মগত হৃদরোগ), ৫০হাজার টাকা, ১২৬. লুবনা হাছান, মাতা: জেসমিন আক্তার, পিতা: মেহেদী হাসান, গ্রামঃ খাক বাড়ীয়া সর্দার বাড়ী, পো: খাঁন সুহিলপুর, হাজীগঞ্জ (জন্মগত হৃদরোগ), ৫০হাজার টাকা, ১২৭. মোঃ শাহ এমরান হোসেন মজুমদার, মাতা: মৃত জুলেখা বেগম, পিতা: মৃত আবদুল মান্নান. গ্রামঃ দোয়ালিয়া মজুমদার বাড়ী, পো: হাজীগঞ্জ (লিভার সিরোসিস), ৫০হাজার টাকা, ১২৮. রিক পাল (আপন পাল), মাতা: জুমা রাণী পাল, পিতা: বিপুল চন্দ্র পাল, গ্রামঃ উচ্চংগা, পো: বাকিলা, পো: হাজীগঞ্জ (থ্যালাসেমিয়া), ৫০হাজার টাকা,

১২৯. আবদুল মমিন, পিতামৃতঃ আঃ জববার ভূইয়া, মাতা: মৃত আনুরী বেগম, গ্রাম: পঃ লাডুয়া, ভূইয়া বাড়ী, পো: রামপুর বাজার, ফরিদগঞ্জ (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১৩০. আনজুমা বেগম, স্বামী: মোঃ হুমায়ুন ভূইয়া, মাতা: মোসাঃ ফাতেমা বেগম, গ্রাম: পূর্ব লাডুয়া, ভূইয়া বাড়ী, পো: রামপুর বাজার, ফরিদগঞ্জ (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১৩১. ফরিদ হোসেন. পিতা: মৃ: ছানা উল্লা বেপারী, মাতা: রেজিয়া বেগম, গ্রাম: দঃ হর্নি, আজিজ বেপারী বাড়ী, পো: পূর্ব একলাসপুর, ফরিদগঞ্জ (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১৩২. তনু কুমার দাস, পিতা: মৃত সোনা সিয়া দাস, মাতা: বাসন্তী রানী, গ্রাম: শ্রীকালিয়া, সেবাদার বাড়ী, পো: গল্লাক বাজার, ফরিদগঞ্জ (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১৩৩. মাহফুজ হোসেন, পিতা: মোঃ দেলোয়ার হোসেন, মাতা: মর্জিনা বেগম, গ্রাম: ভাটেরহদ, গাজী বাড়ী, পো: রুস্তুমপুর, ফরিদগঞ্জ (ক্যান্সার) ৫০হাজার টাকা,

১৩৪. মোঃ মোস্তফা কামাল, পিতা: মজিবুল হক, মাতা: আনোয়ারা বেগম, গ্রাম:পূর্ব কাছিয়ারা, পালোয়ান বাড়ী, ফরিদগঞ্জ পৌরসভা (কিডনী) ৫০হাজার টাকা, ১৩৫. ফয়সাল, পিতা: সবুজ, মাতা: শামছুন নাহার, গ্রাম: লাউতলী, ফতেহ আলী সরকার বাড়ী, পো: লাউতলী, ফরিদগঞ্জ (থ্যালাসেমিয়া) ৫০হাজার টাকা, ১৩৬. ছোবহান জমাদার, পিতা: মৃত আঃ লতিপ জমাদার, মাতা: মৃত বরাতেন্নাছা, গ্রামঃ মহজনপুর, পোঃ আলগী বাজার, হাইমচর (ক্যান্সার) ৫০হাজার টাকা,

১৩৭. মফিজুর রহমান, পিতা: সিরাজ মিয়া বেপারী, মাতা: জমিলা খাতুন, গ্রাম: আশারকোটা, সিরাজ বেপারী বাড়ী, পো: পালাখাল, কচুয়া (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১৩৮. মোঃ সেলিম, পিতা: কেরামত আলী, মাতা:সাফিয়া খাতুন, গ্রাম: নলুয়া, পো: সাহেদাপুর, কচুয়া (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১৩৯. মোঃ নাছির, পিতা: মোঃ সফিক, মাতা: শাহিদা বেগম, গ্রাম: মেঘদাইর, সফিকের বাড়ী, পো: পালাখাল, কচুয়া (ক্যান্সার) ৫০হাজার টাকা, ১৪০. মোঃ ইউনুস, মাতা: মোসাঃ ফুলজান, পিতা: ইয়াকুব আলী, গ্রাম: চরপয়ালী মিয়াজী বাড়ী, পোঃ আচলছিলা, মতলব দক্ষিণ, (স্ট্রোকে প্যারালাইজড), ৫০হাজার টাকা।

জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে সাধারণ অনুদানপ্রাপ্ত ৩৬জন ব্যক্তিগণ হলেন- ১. হোছনা আক্তার, পিতা:- মোঃ ছিডু শেখ, আঃ মালেক ভূঁইয়া সড়ক, মধ্য ইচলী,নতুন বাজার, ৫হাজার টাকা, ২. শুভংকর সাহা, পিতা:- পহল্লাদ মোহন সাহা, পুরান বাজার, সদর ৫হাজার টাকা, ৩। শিল্পী বেগম, স্বামী:- মুকবুল হোসেন, সৈয়দপুর (বেপারী বাড়ী), শোল্লা বাজার, ফরিদগঞ্জ, ১০হাজার টাকা, ৪। মাফিয়া বেগম, পিতা:-মোঃ মান্নান খান, কুমিল্লা রোড উত্তর বিষ্ণুদী, পৌরসভা, ২হাজার টাকা, ৫। রেজিয়া বেগম, পিতা:-চান বক্স বেপারী মোম ফ্যাক্টরী, পুরান বাজার, ৫হাজার টাকা, ৬. ফরহাদ হোসেন, পিতা:- আব্দুল গণি বরইপুকুরিয়া, চিতোষী, শাহরাস্তি, ৫হাজার টাকা,

৭. মোঃ খায়রুল আলম চৌধুরী, পিতা:- সামছুল আলম চৌধুরী, ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা, বালিয়া, সদর, ১০হাজার টাকা, ৮। চিজিমনি চাকমা, পিতা:- যামিনী রঞ্জন চাকমা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, ১০হাজার টাকা, ৯। সাথী বেগম, পিতা:- মোঃ ফজলুর হক গাজী তরপুরচন্ডী (বকাউল বাড়ি) পোঃ ষোলঘর, পৌরসভা ৫হাজার টাকা, ১০। মোঃ আবু সাঈদ, পিতা:- বশির হোসেন চৌধুরী হরদয়াল রোড, নতুন বাজার, পৌরসভা ১০হাজার টাকা,

১১। মিসেস খুশিদা বেগম, পিতা:- মুনাফ সরকার, শিলন্দিয়া, সদর, ৫হাজার টাকা, ১২। মোঃ সফিকুল ইসলাম, পিতা:- মোঃ তাহের আলী হাজী দক্ষিণ তরপুরচন্ডী, পৌরসভা ৫হাজার টাকা, ১৩। সোমা দত্ত, স্বামী:- মৃত সুমন দত্ত, মিজানুর রহমান চৌধুরী সড়ক, পৌরসভা ১০হাজার টাকা, ১৪। রত্না রানী দাস, পিতা:- বিশ্বজিৎ ভৌমিক শাহাপুর, শাহরাস্তি ৫হাজার টাকা,

১৫। জোসনা রানী দাস, পিতা:- সুরেশ মাঝি এনায়েতনগর, ১৩ নং ওয়ার্ড, ২হাজার টাকা, ১৬। ফারজানা আক্তার, পিতা:- মৃত এয়াছিন মধ্য বড়কুল, হাজীগঞ্জ ১০হাজার টাকা, ১৭। দিলীপ সূত্রধর, পিতা:- মৃত নগেন্দ্র চন্দ্র সূত্রধর, রয়েজ রোড, ঘোষপাড়া, পুরান বাজার (৫হাজার টাকা)১৮। মোঃ আব্দুল আহাদ, পিতা:- আব্দুস সামাদ, ১৯৪, বিষ্ণুদী মাদ্রাসা রোড ৫হাজার টাকা, ১৯। সামিয়া আক্তার, পিতা:- সুবেদার আবদুস সামাদ ১৯৪, বিষ্ণুদী মাদ্রাসা রোড ৫হাজার টাকা, ২০। মো: হাসান চকিদার, পিতা:- মৃত ইউনুছ চকিদার, উত্তর শ্রীরামদী রেলওয়ে কলোনী, সদর, ৫হাজার টাকা, ২১। সুমন ঘোষ, পিতা:- স্বর্গীয় মনোকৃষ্ণ ঘোষ, সাং- ঘোষপাড়া, পুরান বাজার, ০২ নং ওয়ার্ড, সদর, চাঁদপুর ২হাজার টাকা, ২২। অঞ্জনা রানী হরিজন, পিতা:- দিপক লাল হরিজন পরিচ্ছন্নতাকর্মী, নেজারত শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, ৫হাজার টাকা,

২৩। আব্দুল্লাহ আল মামুন, পিতা:- মৃত এম এ হামিদ, সাং- পশ্চিম শ্রীরামদী, পুরান বাজার ৫হাজার টাকা, ২৪। মোঃ আরিফ খান, পিতা:- মোঃ শহিদ খান সাং- মিরপুর খান বাড়ি, পোঃ ফরিদগঞ্জ, ৫হাজার টাকা, ২৫। হাজেরা বেগম, পিতা:- মৃত বকস আলী সাং- মুরাগাঁও, পোঃ আদর্শ ইছাপুর, শাহরাস্তি ৫হাজার টাকা, ২৬। ওমর ফারুক, পিতা:- আঃ মজিদ, সাং- বারপাইকা, দক্ষিণপাড়া, পোঃ গৃদকালিন্দিয়া, ফরিদগঞ্জ ১০হাজার টাকা ২৭। শ্রী সুমন চন্দ্র দে, স্বামী:- মানিক চন্দ্র দে সাং- বকুলতলা, সদর, ৫হাজার টাকা, ২৮। মেজবাহ উদ্দিন, পিতা:-বাবুল বেপারী, নিশিরোড ১০হাজার টাকা ২৯। খোকন চন্দ্র রায়, পিতা:- স্বপন কুমার রায়, চরবাকিলা, সদর ১০হাজার টাকা, ৩০। রুস্তম আলী, পিতা:-সিরাজুল ইসলাম ঠিকানা উল্লাশ্বর, শাহরাস্তি ৫হাজার টাকা, ৩১। ইচব আলী, পিতা:- মৃত আঃ রহিম খন্দকার, মদনা, সদর ৫হাজার টাকা,

৩২। কামরুল ইসলাম, পিতা:- মৃত মোঃ শাহজাহান, চৌধুরী পাড়া, দৈনিক চাঁদপুর বার্তার সাংবাদিক ১০হাজার টাকা, ৩৩। লিপি রানী ঘোষ স্বামী:- মৃত লিটন কুমার ঘোষ, ঘোষ পাড়া, পুরান বাজার ১০হাজার টাকা, ৩৪। মোঃ সফিকুল ইসলাম, পিতাঃ মৃত ইউসুফ মিজি, গ্রামঃ প্রফেসর পাড়া, পোঃ- নতুন বাজার, সদর, ১০হাজার টাকা, ৩৫। মোঃ ইউসুফ হোসেন, পিতাঃ মৃত আমিনুল হক, গ্রামঃ বাকিলা, পোঃ- বাকিলা ১০হাজার টাকা, ৩৬। মোঃ আঃ করিম ভূঞা, পিতাঃ আঃ রহমান ভূঞা, গ্রামঃ বাবুরহাট ১০হাজার টাকা।

সম্পর্কিত খবর