স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা নির্বাচন অফিস থেকে বিভিন্ন সেবা সমূহের প্রদর্শনীর মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা নির্বাচন অফিসে বেলুন ও পাড়া উড়িয়ে উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম বার ও চাঁদপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ ।
এই সময় উপস্থিত ছিলেন চাঁদপুর এন আই উপ-পরিচালক শেখ মোহাম্মদ আরমান, সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জামশেদুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে অতিথিরা নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন।