চাঁদপুর খবর রিপোর্ট ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীকে বালু ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন মিজিকে হত্যা ও হুমকি-ধামকির ঘটনায় গতকাল ১ মার্চ মডেল থানায় জিডিএন্টি করা হয়েছে । জিডি নং ৩৯ তাং ০১/৩/২০২৩খ্রি: ।
মামলায় আসামীরা হলেন,রাজু আহমেদ মিজি(৩৪)পিতা খাজা আহমেদ মিজি শাহতলী ,নাজমা বেগম (৪৫) পিতা :খাজা আহমেদ মিজি শাহতলী ,খাজা আহমেদ মিজি (৬০) পিতামৃত: ইয়াছিন মিজি শাহতলী চাঁদপুর সদর ।
জিডিতে মামলার বাদী বালু ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন মিজিকে দৈনিক চাঁদপুর খবরকে জানান,শাহতলী মিজি বাড়ীতে আমার মালিকানাধীন পুকুরে মাছ চাষের বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় জনৈক রাজু আহমেদ মিজিগংরা আমার ও আমার পরিবারের সদস্যদেরকে হত্যার হুমকি দেয় । সেই সাথে নানাভাবে নাজেহাল করে,হুমকি-ধামকি দিচ্ছে ।
প্রকাশ্যে বলাবলি করছে আমাকে ও আমার পরিবারকে ভবিষতে ক্ষতি করবে এবং যে কোন মুহুর্তে হত্যা করবে,গুম করে ফেলবে ।
এ ব্যাপারে মডেল থানার ওসি আব্দুর রশিদকে বিষয়টি জানানো হয়েছে । তিনি তদন্ত করে সংশ্লিষ্ট আসামীকে গ্রেফতারের নির্দেশ দেন ।
এসআই তছলিমকে তদন্তের দায়িত্ব দেন ।