চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুরে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মার্চ) বিকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি বক্তব্যে বলেন, সম্মোলিত উপস্থিতি ও সহায়তার মাধ্যমে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করবো।
জেলা প্রশাসক বলেন, জেলার প্রবেশ মুখসহ শহরের বিভিন্ন সড়কে ব্যানার ফেস্টুন দিয়ে সুসজ্জিত করতে হবে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে দিবসের আয়োজিত আলোচনা সভায় সেই বিজয়ীর ভাষণ শুনানো হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।
এছাড়াএ আরো বক্তব্য রাখেন পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য শহিদ পাটোয়ারী, বিশিষ্ট ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া প্রমূখ।