স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন অফিসার ওবায়েদুর রহমান হাজীগঞ্জে দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদ প্রার্থীদের মধ্যে প্রতীক প্রদান করেন।
প্রতীক নিতে আসা চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী হলেন, মো. খোরশেদ আলম বকাউল (নৌকা), আবু তাহের (স্বতন্ত্র) মোটরসাইকেল, মিজানুর রহমান ( স্বতন্ত্র ) আনারস, কে এম রাসেল (স্বতন্ত) টেলিফোন, আনোয়ারুল ইসলাম (স্বতন্ত্র) চশমা, হেলাল উদ্দিন (স্বতন্ত্র) ঘোড়া।
সংরক্ষিত মহিলা ১,২,৩ নং ওয়াডে ৫ জন প্রার্থী তার হলেন, জোসনা বেগম (মাইক), তানজিনা বেগম (বই), মমতাজ বেগম (সূর্যমূখী ফুল), মর্জিনা আক্তার (তালগাছ), রৌওশন আরা (হেলিকপ্টার)।
সংরক্ষিত মহিলা ৪,৫,৬, নং ওয়াডে, ৪ জন প্রার্থী তারা হলেন, কুহিনূর বেগম (বই), ফরিদা ইয়াছমিন ( হেলিকপ্টার), মনি (কলম) , সালমা আক্তার (মাইক)। সংরক্ষিত মহিলা ৭,৮,৯, নং ওয়াডে ৩ জন প্রার্থী হলেন, ছালমা বেগম (কলম), জান্নাতুল ফেরদৌসী (মাইক), মরিয়ম বেগম (সূর্যমূখী ফুল)।
সাধারণ সদস্য পদে পুরুষ ১ নং ওয়াডে ২ জন প্রার্থী ইউছুফ পাটওয়ারী (ফুটবল) ও খলিল (তালা)। ২ নং ওয়াডে ৩ জন, মুকসুদ আলী (ফুটবল), মো. আওয়াল (মোরগ), জিসান উদ্দিন (বৈদ্যুতিক পাখা)। ৩ নং ওয়াডে ৫ জন তারা হলেন, মহসিন (টিউবওয়েল), আইয়ুব আলী (মোরগ), এরশাদ (ফুটবল), জসিম প্রধানীয়া (বৈদ্যুতিক পাখা), সেলিম বেপারী (তালা)। ৪ নং ওয়াডে প্রার্থী ৪ জন তারা হলেন, আজিজুল হাকিম (ফুটবল), আব্দুল মালেক (মোরগ), মোশাররফ হোসেন (আপেল), ইসমাইল হোসেন (তালা)। ৫ নং ওয়াডে সাধারণ সদস্য পদে ৩ জন প্রার্থী হলেন, আব্দুল হান্নান (মোরগ), শাহআলম (ঘুড়ি), হেলাল (ফুটবল)।
৬ নং ওয়াডে সাধারণ সদস্য পদে ৪ জন তারা হলেন, নজরুল (টিউবওয়েল), মোখলেছুর রহমান (তালা), নূরে আলম (মোরগ), বিল্লাল প্রধানীয়া (ফুটবল)। ৭ নং ওয়াডে সাধারণ সদস্য পদে ৪ জন প্রার্থী তারা হলেন, জাকির হোসেন (বৈদ্যুতিক পাখা), ফখরুল ( মোরগ), বিল্লাল হোসেন প্রধানীয়া (তালা), হানিফ হোসেন (ফুটবল)। ৮ নং ওয়াডে সাধারণ সদস্য পদে ৩ জন তারা হলেন, কবির হোসেন( ফুটবল), শাহজালাল ( মোরগ), সিরাজুল ইসলাম (টিউবওয়েল)।
৯ নং ওয়াডে সাধারণ সদস্য পদে ৫ জন তারা হলেন, কাদির হোসেন (ফুটবল), মান্নান প্রধানীয়া (আপেল), আলমগীর হোসেন (তালা), জহির হোসেন (মোরগ) ও মিজানুর রহমান ( টিউবওয়েল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
আগামী ১৬ মার্চ দ্বাদশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে লড়বেন তারা। তবে প্রতীক পাওয়ার পর মিছিল আর হাতে তালি দিয়ে প্রার্থীদের কর্মী সমর্থকরা উল্লাস করতে দেখা যায়।