সাইফুল ইসলাম সিফাত : হাজীগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে নগদ ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যানের বেড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ এর আলোকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জরিমানাপ্রাপ্তরা হলেন, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ওই গ্রামের মৃত আলী আজ্জমের ছেলে জলিলুর রহমান মির্জা দুলাল, একই ইউনিয়নের গঙ্গানগর গ্রামের আমির হোসেনের ছেলে শাহাদাত হোসেন, শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামের হাসান আহম্মদের ছেলে রেজাউল করিম, একই উপজেলার রাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. মাইনুদ্দিন ও কচুয়া উপজেলার চাঙ্গিনী গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. শরীফ।
জানা গেছে, হাটিলা পূর্ব ইউনিয়নের দক্ষিন কৃষি মাঠে সাবেক ইউপি জলিলুর রহমান দুলাল মির্জার বেড়ীতে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কয়েকটি ভেকু মেশিন দিয়ে অবাধে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এমন সংবাদ পেয়ে রোববার দিবাগত রাতে ওই বেড়িতে অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম।
এসময় ইউএনওর উপস্থিতি টের পেয়ে ভেকুর মালিকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে এদিন রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের জিম্মায় ভেকু মেশিনগুলো দিয়ে আসেন।
এরপর সোমবার সকাল ও বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাবেক ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলালকে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে নগদ ১ লাখ টাকা, ভেকু মেশিনের প্রতিনিধি মো. শরীফকে ৫০ হাজার, রেজাউল করিমকে ২ লাখ, মো. মাইনুদ্দিনকে ১ লাখ ও শাহাদাত হোসেনকে ৫০ হাজার টাকাসহ মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম।
এসময় জরিমানাপ্রাপ্ত সবাইকে সর্তক করে দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারসহ স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।