স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপস্থিত প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সপ্তাহব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিন বিকালে বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের পক্ষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, বিশেষ অতিথি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম মজুমদারের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. শাহজালালের উপস্থাপনায় অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক অর্চনা রানী চৌধুরী, আবু তাহের, মো. জসিম উদ্দিন, ফজলুর রহমান, মাও. মিজানুর রহমান, আলেয়া ফেরদৌসীসহ অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।