এস এম ইকবাল, ফরিদগঞ্জ: চাঁদপুরের ফরিদগঞ্জে ধানি ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে কাটছে মাটি। এতে ফসলি জমি বিলীন হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।
২৬ ফেব্রুয়ারী উপজেলার রূপসা (উত্তর) ইউনিয়নের পশ্চিম বদরপুর বারী বাড়ির উত্তর বিলে গিয়ে দেখা যায়, ড্রেজার দিয়ে কৃষি জমির মাটি উত্তোলন করছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র।
নিষিদ্ধ ড্রেজার দিয়ে কৃষি জমি থেকে অপরিকল্পিত ভাবে গভীর খনন করার কারনে চারপাশের কৃষি জমির মাটি দেবে ভেঙে পড়ছে ড্রেজারের গর্তের মধ্যে। অবৈধ ড্রেজিংয়ের কারণে ২৫-৩০ ফুট গভীর থেকে মাটি ও বালি উত্তোলনের কারণে আশ-পাশের তিন ফসলের জমিগুলো ডোবায় পরিণত হচ্ছে। এতে করে পরিবেশ ভারসম্য হারাচ্ছে।
প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি দ্রুত কৃষি জমিতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার।