চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুরে গান গেয়ে দর্শকদের সুরের জাদুতে মাতালেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন।
চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম দিনে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গানে গানে মঞ্চ মাতিয়ে তোলেন তিনি।
শিল্পী সাবিনা ইয়াসমিন দর্শকের জনস্রোতের মাঝে সুরের আবেশ ছড়িয়ে দেন। একের পর এক গাইতে থাকেন “সে যে কেন এলোনা, কিছু ভালো লাগেনা” মত জনপ্রিয় গানগুলো।
এ সময় মঞ্চে শিল্পীকে চাঁদপুরে স্বাগত জানিয়ে উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে মঞ্চে সংগীতশিল্পী ইমন চৌধুরীসহ দেশ বরেণ্য শিল্পীরা গান পরিবেশন করেন।