প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুর সদর উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মুকবুল হোসেনের সভাপতিত্বে রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা রিদওয়ান, সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী প্রমুখ।