চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা আগামীকাল ২৭ ফেব্রুয়ারি বেলা ২টায় চাঁদপুর পুলিশ লাইন্স-এ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া নৈপূন্য উপভোগ ও পুরস্করার বিতরণ করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।
এছাড়াও একইদিন জেলা পুলিশের আয়োজনে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।
উল্লেখিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, পিপিএম-বার।