মাসুদ হোসেন : বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নেও সুষ্ঠু ও দক্ষতার সাথে ন্যায্য মূল্যের টিসিবি পণ্য বিক্রয় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) ইউনিয়নের ১২’শ ৪০ জন সুবিধাভোগী ৪২০ টাকার বিনিময়ে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশারি ডাল ও ১ কেজি চিনি ক্রয় করেন।
উক্ত ন্যায্যমূল্যের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু। উক্ত বিক্রয় কার্যক্রমে ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন ও ইউপি সদস্যরা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। এসময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।