ফরিদগঞ্জে বিদ্যুৎ চলমান অবস্থায় ট্রান্সফরর্মা চুরি

এস. এম ইকবাল, ফরিদগঞ্জ : চাঁদপুরের ফরিদগঞ্জে রাতের আঁধারে বিদ্যুৎ চলমান অবস্থায় খুঁটি থেকে ট্রান্সফর্মা চুরি হয়েছে।

১৫ নভেম্বর বুধবার গভীর রাতে উপজেলার চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর এলাকার তপদার বাড়ির সামনে থাকা বিদ্যুতের খুঁটি থেকে এই ট্রান্সফর্মা চুরির ঘটনা ঘটে।

তপদার বাড়ির আনোয়ার হোসেন জানান, রাতে আনুমানিক ১ টার সময় ঘুমিয়ে পড়েছি। তিন টার সময় বিদ্যুৎ চলে যায়। আমরা মনে করেছি লোডশেডিং এর কারনে বিদ্যুৎ চলে গেছে। বাড়ির মুরুব্বিরা ফজরের নামাজ পড়তে উঠে দেখে বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফর্মার যন্ত্রাংশ পড়ে রয়েছে। এই ঘটনা দেখে সংশ্লিষ্ট রামপুর বিদ্যুৎ অফিসের লোকজনকে জানিয়েছি। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে রামপুর বিদ্যুৎ অফিসের (অভিযোগ কেন্দ্রর) দায়িত্বরত রুবেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত রাতে বিদ্যুৎ চলমান অবস্থায় চোরের দল একটি ট্রান্সফর্মা নিয়ে যাওয়ার সংবাদ শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের বলেছি যে থানা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জন্য।

তিনি আরো জানান, খুঁটি থেকে এই এলাকায় ট্রান্সফর্মা চুরি ঘটনা নতুন নয়। গত কিছুদিন পূর্বেও এইরকম ট্রান্সফর্মা চুরি হয়েছে। আপনার চুরি রোধে কোন ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা জানতে চাইলে তিনি জানান আমাদের কি করার আছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ কামাল হোসেন জানান, কখন চুরি হয়েছে। গত রাতে চুরি হয়েছে বললে তিনি বলেন, ট্রান্সফর্মা চুরির ঘটনাতো নতুন কিছু নয়। আপনি জিএম স্যারের সাথে কথা বলেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফর্মা চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। চোরকে আটকের চেষ্টা চলছে।

একই রকম খবর