চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ পালন এবং মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ নভেম্বর (বুধবার) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ পালন এবং মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্যাহ সহ জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজন।
সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান স্বাধীনতা দিবস উদযাপন সফল ও সার্থক করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।