শাহতলীতে মো: দিদার হোসেন মিজির বড় মেয়ের শুভ বিবাহ সম্পন্ন

গতকাল চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওর্য়াডের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক ও বড় শাহতলী গ্রামের মিজি বাড়ি নিবাসী মো: দিদার হোসেন মিজির বড় মেয়ে (কনে)তাসনিম ফেরদাউস তিন্নি’র সাথে ভাটেরগাঁও গ্রামের খান বাড়ি নির্বাসী শাহতলী বাজারের ফল ব্যবসায়ী মো: গিয়াস উদ্দিন খানের ছেলে(বর) সেনাবাহিনীর সদস্য মো: হাসানাত খান এর শুভ বিবাহ বিবাহ সম্পন্ন হয়েছে । শুভ কামনা ও দোয়া থাকবে বর ও কনের প্রতি । ছবি-দৈনিক চাঁদপুর খবর।

একই রকম খবর