তফসিল ঘোষনা হওয়ায় মহামায়ায় আওয়ামী সংগঠনের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টারঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী সংগঠন। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন পক্রিয়ার তারিখ নির্ধারন করায় এ আনন্দ মিছিল বের করা হয়।

উক্ত আনন্দ মিছিলে অংশ গ্রহন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান সবুজ, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী,

যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান হাওলাদার সাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ মিজি, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিলকিছ আক্তার, সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ ফারুক হোসেন বেপারী, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার, আবুল বাশার রনি, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল হেলাল ইনু,

ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাজ, সহ-সভাপতি ফজলে রাব্বি, সহ-সম্পাদক কবির হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন
পর্যায়ের যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত তফসিল অনুযায়ী ভোট গ্রহন ২০২৪ সালের ৭ জানুয়ারী। এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০নভেম্বর। বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রির্টানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্ধ ১৮ ডিসেম্বর, প্রচার প্রচারনা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

 

একই রকম খবর