চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র পক্ষ থেকে সুদীপ্ত রায়কে র্যাংক ব্যাজ পরিধান

চাঁদপুর খবর রির্পোট: পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়কে র্যাংক ব্যাজ পরিধান করা হয়েছে।

গতকাল ১৪নভেম্বর (মঙ্গলবার) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়’কে র্যাংক ব্যাজ পরিধান করান এবং ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম।

এসময় র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মোঃ মাহফুজুর রহমান, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তার সহধর্মিণী পূজা দাশ রায় সহ চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

একই রকম খবর