চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ব্রেন স্ট্রোকে গুরুতর অসুস্থ্য অধ্যাপক মোহাম্মদ হোসেন খানকে দেখতে ও খোঁজখবর নিতে ঢাকায় তাঁর বাসায় যান চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
গতকাল ১৪নভেম্বর তিনি চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খানকে দেখতে ও খোঁজখবর নিতে ঢাকায় যান।
এসময় চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মাহবুবুর রহমান সুমন ও কার্যকরী সদস্য আলম পলাশ উপস্থিত ছিলেন।
জানা গেছে, চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান প্রায় তিন মাস শয্যাশায়ী। তিনি ঢাকায় তাঁর বাসায় চিকিৎসা নিচ্ছেন। তিনি সেপ্টেম্বর মাসে প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এ অবস্থায় আবার ব্রেন স্ট্রোক করেন। ইউনাইটেড হসপিটালে প্রায় এক মাসের মতো ছিলেন। এরপর বাসায় চিকিৎসা নিচ্ছেন।
বিষয়টি গতকাল চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ তার ফেসবুক আইডিতে এ তথ্য নিশ্চিত করেন ।