চাঁদপুর সদরের ৫টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে শিক্ষা অফিসার কামাল হোসেন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয় ও সাহাতলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে।

গতকাল ১৩নভেম্বর (সোমবার) উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয় ও সাহাতলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।

শিক্ষা অফিসার জানান ১৮নভেম্বর তারিখ পর্যন্ত ৬ষ্ঠ ও ৭ম শ্রেনির শিক্ষার্থীদের বার্ষিক প্রস্তুতিমূলক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে।

পরিদর্শনকৃত প্রতিষ্ঠানসহ চাঁদপুর সদর উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক প্রস্ততিমূলক মূল্যায়ন অনুষ্ঠিত হচ্ছে।

এসময় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ সহ অন্যান্য শিক্ষকবৃন্দগণ উপস্থিত ছিলেন।

একই রকম খবর