চাঁদপুরে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচী পালিত

মোঃ মহসিন হোসাইন: বিরোধী দলের ডাকা টানা চতুর্থ বারের মত চাঁদপুরে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। চাঁদপুর শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা ঘটতে দেখা যায় নি।

তবে শহরের স্টেডিয়াম রোড়ে আবুলের দোকানের সামনে থেকে ছাত্র দলের কিছু সংখ্যক কর্মীরা গতকাল বিকালের দিকে জটিকা মিছিল বের করে । এসময় তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভয়ে সামনের দিকে অগ্রসর না হয়ে ছত্রভঙ্গ হয়ে চলে যেতে দেখা যায়।

পাশাপাশি সকাল থেকেই শহরের বিভিন্ন ফটকগুলোতে আওয়ামী যুব’লীগের নেতা কর্মীরা কঠোর অবস্থানে ছিল। এ সময় শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে দলীয় নেতারা অবরোধ কর্মসূচি ঠেকাতে প্রশাসনের পাশাপাশি তারাও মাঠে ভুমিকা পালন করছে ।

ভোর থেকেই বাবুরহাট এলাকায় ও ষোলঘর, ওয়ারলেস মোড়, কোর্ট প্রাঙ্গণ এরিয়া, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, কালিবাড়ীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল সার্বক্ষণিক। কর্মরত পুলিশ সদস্যদের সাথে কথা বললে তারা জানান, অবরোধ কর্মসূচি চলাকালীন সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে পুলিশ প্রশাসনের ভূমিকা সব সময় ছিল এবং অবরোধ কে কেন্দ্র করে আরো দায়িত্ব পালনে সক্রিয় আছেন তারা।

তবে, সামনে ফাইনাল পরীক্ষা কে কেন্দ্র করে, ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আনাগোনা ছিল বেশ ভালো।
এসময় শহরের দোকানপাট গুলোর মালিকদের সাথে কথা বললে তারা জানান, হোটেল গুলোতে আগের চেয়ে বিক্রি অনেক কমে গেছে অবরোধের কারণে। এতে করে অনেক লোকসান গুনতে হচ্ছে হোটেল মালিকদের।

এছাড়াও গতকাল দুপুর ১:০০ টা থেকেই চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বোগদাদ বাস ও চাঁদপুর – লক্ষীপুরের আনন্দ বাস চলাচল করতে দেখা গিয়েছে। এসময় চাঁদপুর বাস স্ট্যান্ডে হিলসা কাউন্টারে গিয়ে দূর পাল্লার যানবাহন চলাচল সম্পর্কে জানতে চাইলে তারা জানান, আজ রাত ২:৩০ থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করবে।

তবে লঞ্চ চলাচল বরাবর ই স্বাভাবিক রয়েছে। দৈনিক ২/৩ টা লঞ্চ চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে লঞ্চ যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস পাচ্ছে কিছুটা হলেও।

একই রকম খবর