সাইদ হোসেন অপু চৌধুরী : বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে ডেঙ্গু ও জীবানু প্রতিষেধক এবং ডায়াবেটিক চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল ১৩ নভেম্বর সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভাচুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি বলেন, ডায়াবেটিস সারা জীবনের একটি রোগ। একবার হলে তা কখনও সারে না। কিন্তু এটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য। যাদের ডায়াবেটিস হয়েছে তারা নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো সঠিকভাবে পালন করলে ভালো থাকতে পারবেন। ডায়াবেটিসের ব্যাপারে সচেতনতার জন্য রাজবাড়ী ডায়াবেটিক সমিতিকে আরও সক্রিয় হতে হবে।
গতকাল রংপুর জেলায় আমাদের এক যুবলীগ নেতাকে বিএনপি জামাত রগ কেটে নির্মমভাবে হত্যা করেছে। আমাদের এ অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জননেত্রীর উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিএনপি জামাত ১৪ সালের মতো জ্বালাও পোড়াও শুরু করেছে। সবসময় দেশের দূদিনে অসহায় মানুষের পাশে দাড়াচ্ছে আওয়ামী লীগ। সেই ধারাবাহিকতায় আজকে চাঁদপুর সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও ডায়াবেটিক হাসপতালের জন্য চিকিৎসা সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন মসজিদ, কবরস্থান ও মন্দিরের উন্নয়ন কাজের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যারা বাংলাদেশে পাকিস্তান ও আফগানিস্তান বানাতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। আমাদের সংগ্রাম অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলা। আজকে একটির পর একটি মেগা প্রজেক্ট এর কাজ সম্পন্ন করছেন শেখ হাসিনা। দেশীয় ও আন্তর্জাতিক ষরযন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভাচুয়ালি বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্বা আবু নঈম পাটওয়ারী দুলাল।
চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব ভূঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ন-সাধারন সম্পাদক অ্যাড জহিরুল ইসলামের পরিচালনা আরও বক্তব্য রাখেন চাঁদপুর সদর জেলারেল হাসপাতালের আরএমও ডাঃ নাজমুল হাসান, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোঃ বাবর।
এসময় জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা অ্যাড দেবাশিষ কর মধূ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটওয়ারী, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ শরীফসহ অনুষ্ঠানে চিকিৎসবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।