চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩ নভেম্বর (সোমবার) চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনেস্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েদ উল্ল্যাহ সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে লাগসই প্রযুক্তির ব্যবহার ছাড়া কোনো উন্নয়ন যেমন সম্ভব নয়; তেমনি সেই উন্নয়নে টেকসইকরণের ভাবনা সাথে সংযুক্ত না হলে তা দীর্ঘস্থায়ী ও ফলপ্রসূ হবে না। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীরা তাদের স্মার্ট চিন্তার প্রতিফলনের মাধ্যমে স্থানীয়ভাবে লাগসই প্রযুক্তির ব্যবহারকে টেকসইকরণে উদ্বুদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।