চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) গোপীনাথ অধিকারী সহ হাজীগঞ্জ থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করে ৩ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক করট হয়েছে।
১১নভেম্বর (শনিবার) হাজীগঞ্জ থানাধীন পূর্ব মকিমাবাদ সাকিনস্থ ৬নং পৌর ওয়ার্ড পূর্ব বাজার ব্রীজের পশ্চিম পার্শ্বে কুমিল্লা টু চাঁদপুর সড়কের দক্ষিণ সাইডে বিসমিল্লাহ বেডিং ষ্টোরের সামনে রাস্তার উপর হতে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ হায়াতুন্নবী (২৭)।এসময় মাদক ব্যবসায়ীর ব্যাগ তল্লাশি করে ৩কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য ৭০হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় কুমিল্লা সীমান্তবর্তী এলাকায় থেকে গাঁজা সংগ্রহ করে দীর্ঘদিন যাবৎ থানা এলাকায় বিক্রি করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর হাজীগঞ্জ থানার মামলা নং-৮, তারিখ-১২/১১/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) মামলা রুজু করা হয়।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ জেলা পুলিশ । মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।