মাসুদ হোসেন : চাঁদপুরে তিন হাজার পিস ইয়াবাসহ মোঃ রাজু শরিফ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
রোববার (১২ নভেম্বর) ভোরে সদর উপজেলার বাগাদী ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাপা ইউনিয়নের ফুলঝুরি এলাকার মৃত ইসমাইল শরীফের ছেলে।
চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম (বার) এর নির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে ও এসআই মোঃ মামুনুর রশীদ, এএসআই মোঃ অহিদ উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাইতুল নূর জামে মসজিদের সামনে পাকা রাস্তা থেকে মাদক ব্যবসায়ী রাজুকে আটক করে পুলিশ।
এ সময় তাঁর জিন্সের প্যান্টের দুটি পকেট থেকে কালো কস্টেপ দিয়ে মোড়ানো দুটি পোটলায় তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।
পুলিশের দাবি রাজু দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রয় করেন। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।
চাঁদপুর জেলাকে মাদকমুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।