চাঁদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

স্টাফ রিপোর্টার : ফেসবুকে পরিচয় অবশেষে প্রেম বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক মনির হোসেন যাত্রীবাহী লঞ্চের কেবিনে বেশ কয়েকবার শারীরিক চাহিদা মিটিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে প্রেমিকাকে।

অবশেষে প্রেমিকের বাড়ির খোঁজে প্রেমিকা হন্য হয়ে ঘুরতে থাকে। শুধুমাত্র মোবাইলে একটি ছবি দেখিয়ে প্রেমিক মনির হোসেনের সন্ধান পেয়ে বিয়ের দাবীতে তার বাড়িতে গিয়ে অনশন করে প্রেমিকা।

লক্ষীপুর জেলার মেয়ে ফেসবুকে পরিচয় হয়ে প্রেমিকের সাথে দেখা করতে এসে সবকিছু ভিলিয়ে দেয়।

প্রেমিকাকে নিয়ে ঢাকায় ঘোরাফেরা করার পর লঞ্চের কেবিন ভাড়া নিয়ে চাঁদপুরে আসার পথে শারীরিক চাহিদা মিটিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। এমনই এক ঘটনার বর্ণনা দিল লক্ষ্মীপুর জেলার মেয়ে প্রেমিকা নিজে।

অবশেষে চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের চৌরাস্তায় প্রেমিকের খোঁজ করতে এসে তার সন্ধান মিলে।

চান্দ্রা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড লিটন চৌকিদারের ছেলে মনির হোসেন চৌকিদার মোবাইলে পটিয়ে তার প্রেমিকাকে লক্ষ্মীপুর জেলা থেকে নিয়ে আসে। লঞ্চের কেবিনে অতিরিক্ত শারীরিক নির্যাতন করার পর অসুস্থ হয়ে পড়ে প্রেমিকা। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করায়। সেখান থেকে ভন্ড প্রেমিক মনির হোসেন পালিয়ে যাওয়ার পর প্রেমিকা হাসপাতাল থেকে তার বাড়ির খোঁজ নিতে বেরিয়ে পড়ে।

অবশেষে বিয়ের দাবিতে প্রেমিকা মনির হোসেনের বাড়িতে গিয়ে অনশন করতে শুরু করে।

এ সময় প্রেমিকার উপস্থিতির টের পেয়ে প্রেমিক মনির হোসেন তার বাড়ি থেকে পালিয়ে যায়। প্রেমিকার অনশণের খবর শুনে স্থানীয় এলাকাবাসী তাকে দেখার জন্য ছুটে আসে।

প্রেমিক মনির হোসেনের মা ও বোন প্রেমিকাকে দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। অবশেষে স্থানীয় যুবকদের হস্তক্ষেপে সেই লক্ষ্মীপুর থেকে আসা প্রেমিকাকে সেই বাড়িতে স্থান করে দেয়। প্রেমিক মনির হোসেনের পরিবার মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর সাময়িকভাবে উত্তেজিত পরিবেশটি শান্ত হয়।

এদিকে খবর পেয়ে প্রেমিকের বাড়িতে অনশণ করা প্রেমিকার পরিবারবর্গ ঘটনার সমাধানের লক্ষ্যে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। তবে এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে ।

একই রকম খবর