চাঁদপুরে বিএনপি জামাতের অবরোধের প্রতিবাদে আ’লীগের অবস্থান কর্মসূচি

ইব্রাহিম খান : বিএনপি জামাতের ডাকা অবরোধের প্রতিবাদে চাঁদপুরে শান্তিপূর্ন অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ।

গতকাল ১২ নভেম্বর রবিবার শহরের জে এম সেন গুপ্ত রোডস্থ শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি – জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের প্রতিবাদে জেলা আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ এই শান্তিপূর্ন অবস্থান কর্মসূচি পালন করে ।

এসময়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার দেশ ও জনগণের স্বার্থে উন্নয়ন মূলক কাজ করছে । উন্নয়নশীল দেশের মর্যাদা বাস্তবায়ন , অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করার জন্য আবারও জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় দেশের জনগণ । আর এই উন্নয়ন ও নির্বাচনকে বানচাল করতে মরিয়া হয়ে পড়েছে বিএনপি-জামায়াত । একের পর এক হরতাল – অবরোধের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করে যানবাহনে অগ্নিসংযোগ ও মানুষ খুন করছে। সারাদেশে জনবিরোধী অবরোধ জনগণ কখনো সাড়া দিবে না বরং ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পিপি অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদস্য অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ বাবু, কবির হোসেন পাটওয়ারী, আলমগীর হোসেন ভূইয়া, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, ঝন্টু দাস, সদস্য মকবুল হোসেন মিয়াজী, ফারুক পাটওয়ারী, নজরুল ইসলাম বাদল, গাজী আঃ গনি , জিয়াউল আমিন দিপু, মোঃ কামাল হোসেন বেপারী, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার মোঃ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান ভূইয়া, মৎস্যজীবি লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মিজি, সদর উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি শফিকুর রহমান বেপারী,

পৌর মৎস্যজীবি লীগের সহ-সভাপতি কাশেম দর্জি, মৎস্যজীবি লীগ নেতা শুক্কুর শিকদার, আলমগীর জমাদার, সিরাজ বেপারী, আবুল কালাম হাওলাদার, সাদেক দেওয়ান, পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ মমিন জমাদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, সদস্য মোঃ সাইফুদ্দিন আহমেদ সেন্টু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আমির হোসেন বাপ্পি,জাতীয় রিক্সা শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি আঃ আলী, সাধারণ সম্পাদক খলিল সরকার,

সহ-সাধারণ মোঃ ইমাম হোসেন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা বেগম, সাধারণ সম্পাদক নাহিদ সুলতানা রনি, রামপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক জুলেখা বেগম, শাহমাহমুদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিলকিস বেগম, সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, মৈশাদী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহেদা বেগম ,

সাধারণ সম্পাদক শিল্পী বেগম , তরপুচন্ডি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি খুকি বেগম, সাধারণ সম্পাদক তাসলিমা বেগম, সাংগঠনিক সম্পাদক রুবি বেগম, কাঠ মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশেকুল রাসুল জাওয়ায় সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

একই রকম খবর