১৪ নভেম্বর চাঁদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

চাঁদপুর খবর রির্পোট: আগামী ১৪ নভেম্বর ২০২৩ (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল (কুমিল্লা রোড, চাঁদপুর) প্রাঙ্গনে রোড শো এবং সর্বসাধারণের জন্যে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসা-সেবার ব্যবস্থা করা হয়েছে।

উক্ত রোড শোতে নেতৃত্ব দিবেন চাঁদপুর জেলা প্রশাসক ও চাঁদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি কামরুল হাসান।

এছাড়াও চাঁদপুর ডায়াবেটিক সমিতির পরিচালনা পর্ষদ সদস্য, দাতা/আজীবন সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় বিশিষ্ট চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করবেন।

উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্টদের সানুগ্রহ উপস্থিত থাকতে অনুরোধ করেছেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাহাঙ্গীর আখন্দ সেলিম।

উল্লেখ্য, প্রতি বছর ১৪ নভেম্বর সারা বিশ্বে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনটি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে। বিগত কয়েক বছর থেকে এ দিবসটি জাতিসংঘ দিবস হিসেবে পালিত হচ্ছে। এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন”।

একই রকম খবর