বিশেষ প্রতিনিধি: ২০২০-২০২১ সালের রপ্তনী বানিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ৯ম বারের মতো রপ্তনী ট্রফি গ্রহন করেন চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার কৃতি সন্তান এ বি সি ফুটওয়্যার ইন্ডা: লি: এর ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন মজুমদার (সি আই পি), গত ৮ নভেম্বর ২০২৩ ওসমানি স্মৃতি মিলনায়তন ঢাকায় এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বানিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সীর নিকট হতে রপ্তানী ট্রফি গ্রহন করেন।এখানে উল্লেখ্য যে জনাব জয়নাল আবেদীন মজুমদার রপ্তনী বানিজ্য বিশেষ অবদানের জন্য ছয় বার সি আই পি (Commercial Improtant Person) নির্বাচিত হন।
শিক্ষানুরাগী ও সমাজ সেবক জয়নাল আবেদীন মজুমদার ( সিআইপি) নিজ উদ্যোগে তার এলাকায় পিছিয়ে পরা শিক্ষারথীদের সহযোগিতাসহ সুবিধাবঞ্চিত মানুষকে সকল প্রকার সহযোগিতা কর আসছেন।