স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে গলায় ফাঁস দেয়া গাছে ঝুলন্ত অবস্থায় মো. সবুজ শেখ (৩৫) নামে কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১) নভেম্বর দুপুরে ওই ইউনিয়নের উত্তর বালিয়া গ্রামের শেখ বাড়ির থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সবুজ শেখ ওই বাড়ীর মৃত নান্নু শেখের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবীকা নির্বাহ করতেন।
ওই বাড়ীর নাজির আহম্মেদ শেখ জানান, সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে সবুজ শেখের ঘরের পাশে কাঠালগাছে তাকে ঝুলন্ত অবস্থায় বাড়ীর লোকজন দেখতে পায়। কি কারণে আত্মহত্যা করেছে স্বজনরা কেউ বলতে পারে না। পরে এই ঘটনা চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানানো হয়। দুপুরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা গেছে,৬ বছর পূর্বে শেখবাড়ির মৃত নান্নু শেখের ছেলে সবুজ শেখ প্রেম করে তার আপন চাচা তোফায়েল শেখের মেয়ে মারিয়া আক্তারকে বিয়ে করে।
বিয়ের পর থেকেই আর্থিক অনটনে পরে সংসার চালাতে হিমশিম খায়। নিহত সবুজ শেখ চাচার সম্পত্তি লিখে নেওয়ার জন্য তার স্ত্রীকে চাপ প্রয়োগ করলে এ নিয়ে কথা কাটাকাটি হলে বেদম মারধর করে হাসপাতালে পাঠায় স্ত্রীকে।
এই ঘটনায় স্ত্রী মারিয়া আক্তার বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।
এই ঘটনায় পুলিশ সবুজকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার পর লক্ষ্মীপুর ইউনিয়নের ইউপি সদস্য মনির শেখ সহ সালিশি বৈঠক হয়। স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রী তার সংসার করবে না বলে জানায়। সালিশি বৈঠক শেষে বাড়ি ফিরে অভিমান করে ঘরের পাশে কাঁঠাল গাছে রশি বেঁধে সবুজ শেখ আত্মহত্যা করেছে।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে এটি আত্মহত্যা।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, কৃষকের আত্মহত্যার ঘটনায় কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ দেয়নি। থানায় অপমৃত্যু মামলা হয়েছে । মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।