উপ-সচিব পদে পদোন্নতি পেলেন চাঁদপুরের সাবেক এডিসি দাউদ হোসেন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি)দাউদ হোসেন চৌধুরী উপ-সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

গতকাল ১১নভেম্বর (শনিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারি সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদোন্নতি দেওয়া হয়।

একই প্রজ্ঞাপনে ২৩১জন কর্মকর্তাকে উপ-সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

জানা গেছে, তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। তিনি ২৮তম বিসিএস প্রশাসন ক্যাডারে চাকুরী জীবন শুরু করেন। তিনি সর্বশেষ কক্সবাজার আর আর আর সি অফিসে সিনিয়র সহকারি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, দাউদ হোসেন চৌধুরী চাঁদপুরের এডিসি থাকতে সত্যতা, নিষ্ঠা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছিলেন ।

এদিকে, চাঁদপুরের সাবেক এডিসি দাউদ হোসেন চৌধুরী উপ-সচিব পদে পদোন্নতি পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

 

একই রকম খবর