মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার দু’টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে।
৯নভেম্বর (বৃহস্পতিবার) চাঁদপুর সদর উপজেলার ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয় এবং সাহাতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন কার্যক্রম পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
পরিদর্শন শেষে চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন জানান, আগামী ১৮/১১/২০২৩ তারিখ পর্যন্ত ৬ষ্ঠ ও ৭ম শ্রেনির শিক্ষার্থীদের বার্ষিক প্রস্তুতিমূলক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে।
এসময় শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বিল্লাল হোসেন পাটওয়ারী, ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ উভয় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দগণ উপস্থিত ছিলেন।