দৈনিক চাঁদপুর খবর কার্যালয় পরিদর্শনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ

চাঁদপুর খবর রির্পোট : ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আরটিভির বার্তা সম্পাদক আকতার হোসেন এর নেতৃত্বে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ চাঁদপুর ভ্রমন করেছেন।

গতকাল ১০নভেম্বর (শুক্রবার) বেলা ১২টায় লঞ্চযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ চাঁদপুরে আসেন। এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ চাঁদপুর প্রেসক্লাব, বড়স্টেশন মোলহেডসহ চাঁদপুরের বিভিন্নস্থান ঘুরে দেখেন।

বিকাল ৩টায় চাঁদপুর প্রেসক্লাব রোডস্থ দৈনিক চাঁদপুর খবর পত্রিকা কার্যালয় পরিদর্শন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আরটিভির বার্তা সম্পাদক আকতার হোসেনসহ নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে পত্রিকার কার্যালয়ে পত্রিকার পক্ষ থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আরটিভির বার্তা সম্পাদক আকতার হোসেনসহ ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে স্বাগত জানান ও পত্রিকার সৌজন্য কপি প্রদান করেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

পরিদর্শন শেষে পত্রিকার কার্যালয়ে সম্পাদকের সাথে নেতৃবৃন্দ চাঁদপুরের বিভিন্ন সমসাময়িক বিষয় ও সংবাদপত্র , সাংবাদিকদের বিষয় নিয়ে আলোকপাত করেন।এ সময় চাঁদপুর প্রেসক্লাবের কার্যক্রম শুনে ভূয়সী প্রশংসা করেন এবং প্রেসক্লাবের সাবিক সফলতা কামনা করেন নেতৃবৃন্দ ।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক নওরোজ পত্রিকার সহসম্পাদক আলী মনসুর, মাইটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি মুনাওয়ার কানন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দগণ।

পরে বিকাল ৫টায় লঞ্চযোগে তারা চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

একই রকম খবর