চাঁদপুরে ইলিশ রক্ষা অভিযানে জব্দ কোটি টাকার নৌকা সিদ্ধান্তের অপেক্ষায়

স্টাফ রিপোর্টার : ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুর জেলা টাস্কফোর্স কর্তৃক জব্দ নৌকা আদালত ও সংশ্লিষ্টদের সিদ্ধান্তের অপেক্ষায় পড়ে আছে। কোটি টাকা মূল্যের এসব নৌকা ও ইঞ্জিন অতিরিক্ত সময় খোলা আকাশের নিচে পড়ে থাকলে চুরি ও ক্ষতির আশঙ্কা জেলে ও নৌকার মালিকদের।

বুধবার (৮ নভেম্বর) সকালে চাঁদপুর লঞ্চঘাটে নৌ পুলিশ কর্তৃক জব্দ বহু নৌকা খোলা আকাশের নীচে পড়ে থাকতে দেখাগেছে। এসব নৌকাগুলোর প্রত্যেকটিতে একটি আবার অনেক নৌকায় একাধিক ইঞ্জিন রয়েছে। মূল্যবান এই সম্পদ রক্ষায় দ্রুত ব্যবস্থাই রক্ষা করার সুযোগ রয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য বিভাগের সূত্র অনুযায়ী জানাগেছে, জেলা ও উপজেলা টাস্কফোর্সের ৫৭৩ অভিযানে ৬২টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। এসব নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে। এছাড়া নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অভিযানে ১৯৪টি নৌকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, অভিযানে জব্দকৃত নৌকাগুলো আমাদের নিয়মিত মামলার আলামত হিসেবে দেখানো হয়। এসব ঘটনায় মামলা নিস্পত্তি এবং আদালত নির্দেশ দেয়ার পর নৌকার মালিক নিয়ে যেতে পারবে। এছাড়া বিকল্প কোন ব্যবস্থা নেই। বিগত বছরের অভিযানগুলোতে এভাবে নৌকার মালিকরা তাদের নৌকাগুলো নিয়েছেন।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান জানান, জেলা টাস্কফোর্সের অভিযানে জব্দকৃত জেলে নৌকাগুলো নিয়মানুসারে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। আগামী সপ্তাহের মধ্যে এসব নৌকা নিলামে বিক্রির সিদ্ধান্ত রয়েছে। বিষয়টি গণমাধ্যমে জানানো হবে। কারণ এসব নৌকা নিলামে বিক্রির পর সরকারি কোষাগারে জমা দেয়া হয়। নিলাম ব্যবস্থাপনায় মৎস্য বিভাগের পাশাপাশি জেলা প্রশাসক কার্যালয় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত থেকে নিলাম সম্পন্ন করবেন। বিগত জাটকা রক্ষা অভিযানে জব্দ নৌকাগুলোও উন্মুক্ত নিলামে বিক্রি হয়েছে।

একই রকম খবর