কল্যাণপুরে সাংবাদিক এমএম কামালের উপর হামলার চেষ্টা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মফস্বল সম্পাদক সিনিয়র সাংবাদিক এম এম কামালের উপর হামলার চেষ্টার ঘটনায় স্থানীয় জনতার সহযোগিতায় দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী দু-যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ ।

গতকাল ১০নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় কল্যানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দাসদী গ্রামের গাজী বাড়িতে প্রবেশ করে সাংবাদিক এম এম কামালের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টাকারী সন্ত্রাসী মোঃ হাবিব গাজী(২৩) ও ২। মোঃ ফয়সাল খান (২৫)আটক করা সম্ভব হয়েছে ।

ঘটনার ঘটনার পর পরই জনগনের সহযোগিতায় সন্ত্রাসী দু-যুবককে আটক করে পুলিশকে খবর দেওয়া হয় ।

ঘটনাটি চাঁদপুর সদর মডেল থানায় জানালে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: শেখ মুহসিন আলমের নির্দেশে দ্রুত এসআই ইসমাইল ঘটনাস্থলে গিয়ে হামলার চেষ্টাকারী সন্ত্রাসী অস্ত্রধারী ১।মোঃ হাবিব গাজী (২৩), পিতা-ইব্রাহিম গাজী, ২। মোঃ ফয়সাল খান (২৫), পিতা: বাবুল খান, উভয় গ্রাম-রঙের গাও, চাঁদপুর সদর, চাঁদপুরদ্বয়কে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কল্যানপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মফস্বল এম এম কামাল দৈনিক চাঁদপুর খবরকে বলেন, দু-সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও ধারালো কাটার নিয়ে সন্ধা ৭-টায় হটাৎ বাড়ি প্রবেশ করে। বাড়ির মহিলারা দেখে তাদের জিজ্ঞেস করলে, তারা আমাকে দেখিয়ে দিতে বলে।

পরে তারা ঘরে দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকে আমাকে হুমকি-ধামকি প্রদান করে। বাড়ির লোকজনের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের আটক করে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ধারালো কাটার উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করবো ।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: শেখ মুহসিন আলম মহোদয় ও এসআই ইসমাইল মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি ।তাৎক্ষনিক আইনী ব্যবস্থা নেওয়ায় । সেই সাথে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি ঘটনাটি জানানোর সাথে সাথে পুলিশকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানোর জন্য । আমি হামলা চেষ্টাকারী দু’সন্ত্রাসীর বিচার দাবী করছি এবং আইনী ব্যবস্থা নেওয়ার জন্য । ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নিতে চাঁদপুরের পুলিশ সুপারের হস্তক্ষেপ ও মডেল থানার ওসির সুদৃষ্টি কামনা করছি ।

তিনি আরও জানান, সম্প্রতি চাঁদপুর স্টেডিয়ামে মাননীয় শিক্ষামন্ত্রীর উন্নয়ন সমাবেশে আমার ভাইয়ের উপর এক সন্ত্রাসী হামলা করে। পরে থানায় মামলা করলে সন্ত্রাসীকে গ্রেফতার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এর জের ধরেই আসামী পক্ষ হয়ত আজকে আমার উপর হামলা করতে আসে তারা।

একই রকম খবর