গাজী মহিনউদ্দিন: চাঁদপুরের হাজীগঞ্জে বাসা বাড়িতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে দুই চিহ্নিত চোর। ২৭ সেপ্টেম্বর দুপুরে পৌর এলাকার ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামে সাহেব বাড়ি থেকে তাদের আটক করে উপ-পরিদর্শক আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স।
আটকৃত মোঃ নুরুল ইসলাম লাভলু (৪০), ভোলা জেলা সদরের আলীনগর জিওর আলী হাওলাদার বাড়ির মৃত শাহ আলমের ছেলে এবং মোঃ হাসান (৪৫), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিঘা মজমদার বাড়ির মৃত আবিদ’র ছেলে।
বাসার তালা ভেঙ্গে প্রবেশ করার সময় পাশের বাসার বাসিন্দারা ডাক চিৎকার দিলে পালাতে গিয়ে জনতার হাতে আটক হয়। এসময় উৎসুক জনতা দুই চোরকে মারধর করে পুলিশে সোপর্দ করে। এ সময় তালা ভাঙ্গা এবং ড্রয়ার ভাঙ্গার দুটি হাতিয়ার উদ্ধার করে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল রশিদ বলেন, আটককৃত দুইজনের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তারা দুইজনে আন্তঃজেলা চোর চক্রের সদস্য। ঢাকা থেকে প্রাইভেট গাড়ি ভাড়া করে বিভিন্ন স্থানে গিয়ে চুরি করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ে করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।