স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।নতুন প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন মো: ইলিয়াস মিয়া।তিনি বহরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।রোববার নতুন কর্মস্থলে যোগ দিবেন তিনি।
সরকারি এমপিও নিয়োগবিধি অনুযায়ী বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ) সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শূণ্যপদে
নিয়োগ কার্যক্রম লিখিত ও মৌখিক পরীক্ষা স্বচ্ছতার সহিত,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ।
এই পদে আবেদন করা একাধিক প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নেন।
চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন,হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের বর্তমান ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমআর শামীম ও ব্যবস্থাপনা কমিটির সদস্য ড. মোঃ হাসান খানসহ নিয়োগ বোর্ডের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।