তরপুরচন্ডিতে ৫ বছরের শিশুকে বলৎকারের চেষ্টা : লম্পট আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডি ইউনিয়নে ৫ বছরের শিশুকে বলাৎকারে চেষ্টার ঘটনায় ঈসমাইল (২৮) কে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। আটক আসামীর বিরুদ্ধে নারী ও শিশু দমন নির্যাতন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডি ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় সাবেক মেম্বারের ৫ বছর বয়সি সন্তান নদীর পাড়ে গেলে একই এলাকার ছিদ্দিক আলী বেপারীর ছেলে ঈসমাইল (২৮) শিশুটিকে মুখে চাপ দিয়ে তার পেন্ট খুলে জোড় করে বলাৎকারের চেষ্টা করে।

এ সময় শিশুটি ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসে হাতেনাতে আসামী ঈসমাইল ধরার চেষ্টা করে। পরে এলাকাবাসী উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনাটি মডেল থানার ওসি মোহসিন আলমকে অবহিত করলে,তাৎক্ষনিক চাঁদপুর মডেল থানার এসআই লোকমান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তরপুরচন্ডি অটো স্ট্যান্ড থেকে ঈসমাইলকে আটক করে।

পাঁচ বছরের শিশু বলাৎকারের ঘটনা লম্পট ইসমাইলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করেন।

এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহসিন আলম জানান, এ ঘটনায় খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে ঈসমাইলকে আটক করি। তার বিরুদ্ধে ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

একই রকম খবর