গাজী মোঃ ইমাম হাসানঃচাঁদপুরে ২০ তম জেলা প্রশাসক কাপ ফুটবল টূর্নামেন্ট ও আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৩ শুরু হয়েছে।
গতকাল ২৯ সেপ্টেম্বর বিকালে ৩ টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্ধোধন ঘোষনা করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন ডিসি বলেন এই টুর্নামেন্টের পিছনে একটা বিশাল ব্রেকগ্রাউন্ড আছে।আপনার জানের ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রী প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ মুজিব টুর্নামেন্ট শুরু করেছে।এর মাধ্যমে প্রান্তিক পর্যায় থেকে আমরা জাতীয় মানের খেলোয়ার তৈরি করতে পারবো।এর আগে চাঁদপুরে ১৯ টি জেলা প্রশাসক ফুটবল কাপ টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।কিন্তু চাঁদপুরে এবারই প্রথম জেলা প্রশাসক কাপ টুর্নামেন্টের সাথে আন্ত উপজেলা প্রমিলা কাপ টুর্নামেন্ট শুরু হয়েছে।এই টুর্নামেন্টের মাধ্যমে কলেজ পর্যায়ের খেলায়ারও অংশ গ্রহন করতে পারবে।
যারা ছোট বেলা থেকেই খেলাধুলায় ভালো তারা এই টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন হরতে পারবেন।আমি বিশ্বাসকরি করি জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলার ক্রীড়ামোধীদের প্রচেষ্ঠায় এই টূর্নামেন্ট অব্যাহত থাকবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সঞ্চালনায় টুর্নামেন্টে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিতি ছিলো অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহম্মেদ,(শিক্ষা আইসিটি)মোঃ মোস্তাফিজুর রহমান,নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী,ফরিদগঞ্জ পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত,প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, শাহীন হোসেন পাটোয়ারী সহ বিভিন্ন কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা।
টুর্নামেন্টের ডিসি বলেন এই টুর্নামেন্টের পিছনে একটা বিশাল ব্রেকগ্রাউন্ড আছে।আপনার জানের ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রী প্রাথমিক পর্যায়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ মুজিব টুর্নামেন্ট শুরু করেছে।এর মাধ্যমে প্রান্তিক পর্যায় থেকে আমরা জাতীয় মানের খেলোয়ার তৈরি করতে পারবো।এর আগে চাঁদপুরে ১৯ টি জেলা প্রশাসক ফুটবল কাপ টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।কিন্তু চাঁদপুরে এবারই প্রথম জেলা প্রশাসক কাপ টুর্নামেন্টের সাথে আন্ত উপজেলা প্রমিলা কাপ টুর্নামেন্ট শুরু হয়েছে।এই টুর্নামেন্টের মাধ্যমে কলেজ পর্যায়ের খেলায়ারও অংশ গ্রহন করতে পারবে।
যারা ছোট বেলা থেকেই খেলাধুলায় ভালো তারা এই টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন হরতে পারবেন।আমি বিশ্বাসকরি করি জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলার ক্রীড়ামোধীদের প্রচেষ্ঠায় এই টূর্নামেন্ট অব্যাহত থাকবে।
টুর্নামেন্ট উদ্ধোধন শুরুতে অতিথিরা উপজেলার প্রতিটি দলকে ৩০ হাজার টাকা ও ২টি করে ফুটবল প্রদান করেন।টুর্নামেন্টের উদ্ধোধনী ম্যাচে ফরিদগঞ্জ উপজেলা ২-০ খোলে কচুয়া উপজেলাকে পরাজিত করে।অনুষ্ঠানের পবিত্র কুরআন তেলওয়াত করেন ক্রীড়াবিদ মোঃ সিরাজুল ইসলাম।