সাইদ হোসেন অপু চৌধুরী : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের ব্যক্তিগত অর্থায়নে চাঁদপুর শিশু পরিবার ও চাঁদপুর সরকারি বাক শ্রাবণ প্রতিবন্ধী এতিম অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন।
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ২’ শতাধিক শিশুদের মাঝে উন্নত খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।
একইদিন শহরের গুনরাজদি এলাকার হযরত রাদি আলী রাদিয়াল্লাতু আনহু মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের পক্ষে খাবার তুলে দেন তার প্রতিনিধি সাইদুর রহমান আরিফ।
জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা তার পিতার মতোই গণমানুষের নেতা। রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবোধ দিয়ে শুধু দেশেই নন, বহির্বিশ্বেও তিনি অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে তার নেতৃত্বে আজ বাঙালি জাতি এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ার পথে।
তিনি আরও বলেন, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর দেশের এক ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে শেখ হাসিনার জন্ম। শৈশব থেকেই তিনি দেখেছেন তার পিতা বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, সংগ্রামী জীবন এবং দেশ ও গণমানুষের রাজনীতি। যুক্ত হয়েছেন ছাত্রলীগের রাজনীতিতে। সক্রিয় অংশগ্রহণ করেছেন পাকিস্তানবিরোধী আন্দোলনসহ বাঙালির অধিকার আদায়ের সকল লড়াই-সংগ্রামে।
নাছির উদ্দিন আহমেদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এবং তার শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন, সরকারি বাক শ্রাবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মোঃ শহীদুল্লাহ, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম।