শাহমাহমুদপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে সদর নির্বাহী কর্মকর্তা

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত ।

মঙ্গলবার দুপুর ১২টায় তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর এ প্রথম ইউনিয়নের ভূমি অফিস পরিদর্শনে যান, এ সময় তিনি ইউনিয়ন পরিষদে আগত সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন, এবং ইউনিয়নে ভূমি কর্মকর্তার সেবা বিষয়ে খোঁজ খবর নেন, এ সময় ইউনিয়নের ভূমি সেবা প্রত্যাশীরা ভূমি কর্মকর্তা আন্তরিক ভাবে সেবা প্রদান করেন বলেন জানান, কোন প্রকার অনিয়ম ও হয়রানি ছাড়া বর্তমান ভূমি কর্মকর্তা সেবা প্রত্যাশীতের সেবা দিয়ে থাকেন, শতভাগ স্বচ্ছতার ভেতরে তিনি সেবা দিয়ে থাকেন।

পরিদর্শনে সদর নির্বাহী কর্মকর্তা বর্তমান সরকারের ভূমি সেবার সকল বিষয়ে অনলাইনে মাধ্যমে জনসাধারনের সুবিধার জন্য করে দিয়েছেন, ঘরে বসেই ভূমি সেবা নিতে পারবেন বলেন সকলকে অবগত করে সেবা প্রত্যাশীদের সঠিক ভাবে সেবা দেওয়ার জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।

এ সময় ইউপি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চেয়ারম্যান মোঃ মাসুুদুর রহমান নান্টু, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হোসনেয়ারা উপস্থিত ছিলেন।

একই রকম খবর