চাঁদপুর ড্রামা’র নতুন কমিটি গঠন

গত ২৬ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭ টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে চাঁদপুর ড্রামা’র বার্ষিক সাধারণ সভা তপন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় দীর্ঘ আলোচনা শেষে পুরনো কমিটি বিলুপ্ত করে এস,এম জয়নাল আবেদীন -কে সভাপতি এবং মানিক পোদ্দার -কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২৩-২০২৪ সনের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগন হচ্ছেন- সহ সভাপতি নজরুল ইসলাম রনি,

এ,কে আজাদ, পরিমল দাস নূপুর ও মোঃ ফারুক হোসেন ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক ফরিদা ইলিয়াস ও সুমন সরকার জয়, সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান পিপল, অর্থ সম্পাদক কৃষ্ণ গোপাল সরকার, দপ্তর সম্পাদক রাজীব দাস, সাংস্কৃতিক সম্পাদক পলাশ মজুমদার, প্রচার সম্পাদক পলাশ ঘোষ, মহিলা সম্পাদিকা নিশিকা সরকার হৃদি, সহ মহিলা সম্পাদিকা জ্যোৎস্না বেগম ও রাত্রী কর্মকার, নির্বাহী সদস্য- তপন সরকার, মজিবুর রহমান দুলাল, আব্দুল্লা আল ফারুক, মুরাদ হোসেন খান, কে,এম, মাসুদ, শংকর রায়, প্রশান্ত কুমার সেন, অজিত সরকার ও ইমতিয়াজ উদ্দিন মাসুদ।

এছাড়া ১১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যগন হচ্ছেন- এ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, আইয়ূব আলী বেপারী, এ্যাডঃ রনজিত রায় চৌধুরী, অজয় কুমার ভৌমিক, মোঃ মাহফুজুর রহমান টুটুল, প্রফেসর রনজিত কুমার বনিক, মোঃ ইলিয়াছ মিয়া, পরেশ মালাকার, গোপাল সাহা, গিয়াসউদ্দিন চৌধুরী, খলিলুর রহমান বেপারী।

একই রকম খবর