চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী অংশগ্রহন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সনাক সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া প্রমুখ।

একই রকম খবর