গুনরাজদীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ!

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর শহরের গুনরাজদী ঢালী বাড়ীতে আদালতের (দরখাস্ত মামলা নং-১১৪৭/২০২৩খ্রি: ) নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

চাঁদপুর সদর উপজেলাধীন গুনরাজদী এলাকার ভূক্তভোগী মৃত রুস্তম আলী ঢালীর ছেলে মোঃ আবুল হোসেন ঢালী জানান বিগত ২৯/০৫/১৯৩৪ইং তারিখের রেজিঃকৃত ১৯৩৬নং দলিল মূলে সি.এস ১৯৩/১৯৪নং খতিয়ানের ১০৬/১০৭/১১৩/১১৪/১১৮/১২০ দাগের আন্দরে উক্ত দলিলের ২৭ শতকে অর্ধাংশ ১৩ শতক বিগত ২১/০৭/৭৯ইং তারিখের রেজিঃকৃত ৭৩৮৭নং দলিলে ৭ শতকের অর্ধাংশে ৩ শতক ভূমি আপোষ বন্টনে ১০৬ দাগের ভূমিতে মালিক ও ভোগদখলীয় অবস্থায় মৃত্যুবরণ করলে তৎত্যাজ্যবিত্তে রুস্তম আলী ঢালী মালিক ও ভোগদখলীয় অবস্থায় বাংলাদেশ জরিপামলে চূড়ান্ত বি.এস ৪৪৪নং খতিয়ানে নালিশী ও বেনালিশী ভূমি সমেত ৫১ শতক রেকর্ড প্রচারিত হয়।

বর্ণিত মতে প্রার্থীর পিতা মৃত্যুবরণ করলে প্রার্থীপক্ষ নালিশী ভূমিতে মালিক ও ভোগদখলীয় অবস্থায় আছেন ও রহেন। প্রতিপক্ষগণ নালিশী ভূমিতে নিঃস্বত্ববান ব্যক্তি বটে। ইদানিং নালিশী ভূমির মূল্য বৃদ্ধি হওয়ায় প্রতিপক্ষগণ বহু পূর্ব হতেই জোরে জব্বরে নালিশী ভূমি বেদখল করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল ও বর্তমানে আছে।

প্রতিপক্ষগণ গত২৫/০৯/২০২৩ইং তারিখ সোমবার সকাল ১০.০০ ঘটিকার সময় ইট, বালু, রড, সিমেন্ট জড় করে নালিশী ভূমি বেদখল করার জন্য উদ্যত হলে মোঃ আবুল হোসেন ঢালী গংরা বাঁধা দিলে প্রতিপক্ষ সোহেল গং, আনোয়ার ও হালিম সহ কিছু সন্ত্রাসী দ্বারা নালিশী ভূমি বেদখল করতে পারে নাই আইনের স্মরনাপান্ন হলে।

এমতাবস্থায় নালিশী ভূমিতে শান্তি শৃঙ্খলার জন্য বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুর এর নিকট দরখাস্ত করা হয়, দরখাস্ত মামলা নং-১১৪৭/২০২৩খিঃ, ধারা-ফৌঃকাঃবিঃ আইনের-১৪৫, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুর এর স্মারক নং-১৫৭৪, তারিখ ঃ ২৬/০৯/২০২৩খ্রিঃ জারী করা হয়। আবুল হোসেন ঢালী বলেন সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন যার নাম সোহেল ঢালী তিনি তার ক্ষমতার বলে এলাকার দুষ্ট প্রকৃতির লোকজন নিয়ে আমরা নিরীহ বলে বিভিন্ন হুমকি-ধমকি ও গালিগালাজ করে। উক্ত ভূমি বেদখল করার জন্য বারবার অপচেষ্টা চালাচ্ছে।

এছাড়াও প্রশাসনিকভাবে বিভিন্ন হেয় প্রতিপন্ন, মামলা-হামলায় জড়িয়ে ফেলার ষড়যন্ত্র করছে এই সোহেল ঢালী। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিচার চাই।

এ ব্যাপারে চাঁদপুর থানার এএসআই মো:মফিজুর ইসলাম জানান,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর এর দরখাস্ত নং ১১৪৭/২০২৩ ধারা ফৌ;কা:বি আইন ১৪৫ এর মোতাবেক নালিশী ভূমিতে স্থিতিবস্থাসহ শান্তিশৃংখলা বজায় রাখার আদেশ দিয়েছেন ।সেই সাথে আদেশে ২য়পক্ষকে কারণ দর্শনোর জন্য বলা হয়েছে। আদালতের উক্ত আদেশের আলোকে পক্ষকে নোটিশ জারির মাধ্যমে আদালতের আদেশ অবগত করেছি । কেউ আদালতের আদেশ অমান্য করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে ।

একই রকম খবর