গাজী মহিন উদ্দিন: চাঁদপুরের হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতে অবৈধভাবে বালু উত্তোলন করা মিনি ড্রেজার ধ্বংস করা হয়েছে।
২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুর পন্ডিত বাড়ির মাঠে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক।
উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পন্ডিত বাড়ির মাঠের কৃষি জমির চারপাশে মাটি দিয়ে বাউন্ডারি তৈরি করে কবরস্থানের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মিনি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে একের পর এক কৃষি জমি ধ্বংস করছে শাহাব আলীর ছেলে শহীদুল্লাহ। অভিযান পরিচালনা কালীন সময়ে উপজেলা প্রশাসনের উপস্থিতি জানতে পেরে ড্রেজার মালিক মো.মতিন মোল্লার ছেলে ইসমাইল ঘটনাস্থল ত্যাগ করেন।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক বলেন-পাশের জমির মালিকদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আমদের উপস্থিতি জানতে পেরে ড্রেজার মালিক ঘটনাস্থল ত্যাগ করে। তাদের সাথে যোগাযোগের চেষ্টা করে সাড়া না পেয়ে আমরা অবৈধ ড্রেজারটি ধ্বংস করি।