শাহমাহমুদপুর ইউপি পরিদর্শনে সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

গতকাল ২৬সেপ্টেম্বর (মঙ্গলবার) ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসলে পরিষদের পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত কে ফুলেল শুভেচ্ছা জানান শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।

এসময় তিনি পরিষদের বিভিন্ন কার্যক্রম ও অফিস সমূহ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আইয়ুব আলী বেপারী, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব এম এ কুদ্দুস রোকন, শাহতলী ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারি ভূমি কর্মকর্তা মো: মোয়াজ্জেন হোসেন, মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, মেম্বার মো: সোহাগ, মেম্বার মো: বিল্লাল হোসেন খান, হিসাব সহকারি মো: আবুল হোসেনসহ ইউডিসি উদ্যোক্তাগণ সহ অন্যান্যরা।

একই রকম খবর