স্টাফ রির্পোটার : সকল নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনেকটা প্রভাব খাটিয়ে চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজীর নেতৃত্বে চলছে মিনি ড্রেজার ।
জানাযায়,সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম মিয়াজী নিজ বাড়ীর পিছনের অংশে কিছুটা ডাবা জমি থেকে মিনি ড্রেজার দিয়ে মাটি বিক্রি করে আসছে।তিনি বেশ কিছু দিন ধরে অবৈধ মিনি ড্রেজার দিয়ে বালু বিক্রি করে আসছেন। জানাযায় ইতিমধ্যে তিনি প্রায় কয়েক লক্ষ টাকার বালু বিক্রি করেছেন।
আর তার এই কাজে সহযোগী হিসেবে নিয়েছেন ওই এলাকার বালু ব্যবসায়ী ও মিনি ড্রেজারের মূল হোতা টেলু গাজীকে।এই টেলু গাজী অনেকটা প্রশাসনের সাথে চোর পুলিশ খেলাখেলে দীর্ঘ দিন থেকে ওই এলাকায় আরাম আয়েশে এই অবৈধ মিনি ড্রেজার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অনেকটা যেন রাম রাজত্বের মত। তাদের এই অবৈধ বালু ব্যবসায় অনেকটাই হুমকির মুখে পড়েছে পাশ্ববর্তী কৃষি জমিগুলো।কিন্ত ওই এলাকার মানুষ সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভয়ে মুখ খোলতে পারছে না। তাদের দাবি প্রশাসন যেন দ্রুত কোন একটা ব্যবস্থা নেয়।অন্যথায় এভাবে বালু উত্তোলনের ফলে সেখানে একটা বড় ধরনের ক্ষয় ক্ষতি দেখা দিবে।
এবিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী বলেন, আমি আমার নিজের জায়গা থেকে অরেক জায়গায় কিছু মাটি নিতেছি।কারো কাছে কোন মাটি বিক্রি করা হয়নি।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত বলেন,আমি ইতিমধ্যে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য বলেছি।প্রয়োজনে এসিল্যান্ডকে পাঠিয়ে এটি আমরা জব্দ করে নিয়ে আসবো।