পূর্ব হামানকর্দ্দী গ্রামে হামলা ও মারধরের ঘটনায় থানায় মামলা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের পূর্ব হামানকর্দ্দি গ্রামের গাজী বাড়ি (করের বাড়ি) নিবাসী মোসাঃ মমতাজ বেগম (৬০) ও মোঃ মানিক গাজী’র (২২)উপর হামলার ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) মোসাঃ মমতাজ বেগম (৬০), স্বামী- মো: মকবুল গাজী, সাং-পূর্ব হামানকদ্দি, গাজী বাড়ী (করের বাড়ী), পোঃ- শাহতলী, উপজেলা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর বাদী হয়ে মো: কামাল গাজীকে প্রধান আসামী করে ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অপরাপর ২নং আসামী মোঃ হোসেন গাজী (৪৫), পিতা-মৃত ছামাদ গাজী, ৩নং আসামী মুন্নি আক্তার (২৭), পিতা-কামাল গাজী, সর্ব সাং- হামানকদ্দি, গাজী বাড়ী (করের বাড়ী), পোঃ- শাহতলী, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস গতকাল ২৬সেপ্টেম্বর বিকাল ৪টায় ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন।আসামীদের আইনী ব্যবস্থা গ্রহন করা হবে ।

মামলার বিবরণ থেকে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদীগণ আমাকে ও আমার ছেলে মোঃ মানিক গাজীকে ঘরে এসে গলাটিপে ধরে এবং এলোপাথাড়ি মারধর করে। ১নং, ২নং ও ৩নং বিবাদী আমার পরিবারের সদস্যদের মারধর করে এবং প্রান নাশের হুমাকিসহ বিভিন্ন ভাষায় গালমন্দ করে। আমাদের পুকুরে ময়লা আবর্জনা ফেললে আমরা ডাক দিলে আমাকেসহ আমার পরিবারের সদস্যদের ১নং বাদীর হাতে থাকা কাঠের আদল নিয়ে দৌড়িয়ে এসে এলোপাথাড়ী ভাবে বাইরাইয়া আমার হাতে বুকে ও পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। একপর্যায়ে আমার ছেলে মোঃ মানিক গাজীকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। আমাকে ও আমার ছেলেকে আমার পরিবারে সদস্যবৃন্দ বাঁচাতে এলে ২ ও ৩ নং বিবাদীগণ ইট, পাথর মারতে থাকে। এই নিয়ে আমি আমার পরিবার আতংক ও শঙ্কিত আছি। আমি অসহায় ও নিরুপায়।

একই রকম খবর