তরপুরচন্ডীতে মাদকসেবীর হামলায় প্রধান শিক্ষক আহত

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচন্ডী ইউনিয়নে চিহ্নিত মাদকসেবী ও কিশোরগ্যাং লিডার শুপ্ত মাতাব্বরের হামলায় প্রধান শিক্ষক আহত হওয়ার গঠনা ঘটেছে।

জানা যায় ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে তরপুরচন্ডী জি এম ফজলুল হক উচ্চ বিদ্যালয় ছুটির সময় মাঠে এলাকার
চিহ্নিত মাদকসেবী ও কিশোরগ্যাং লিডার শুপ্ত প্রতিদিনের ন্যায় অবস্থান করে।স্কুল ছুটির সময় সে গুটি কয়েক সহপাঠী নিয়ে বিদ্যালয় মাঠে এলাকায় সংগঠিত একটি ছুরির টাকার ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মাঝে উচ্চস্বরে অশালীন বাক্য বিনিময় করছে।

এসময় তরপুরচন্ডী জি এম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন খন্দকার কিশোরগ্যাং লিডার শুপ্ত মাতাব্বর-কে মাঠ থেকে বের হয়ে যেতে বলে।এতেই সন্ত্রাসী শুপ্ত প্রধান শিক্ষকের উপর চড়াও হয়। শিক্ষকের সাথে এমন ঘটনায় এলাকার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে চমর ক্ষোভ বিরাজ করছে।এলাকার সচেতন মহল ও অভিবাবকরা জানায় যদি এই ঘঠনার সুষ্ঠ ও সঠিক বিচার না হয় তাহলে যে কোন সময় এলাকায় একটি খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে।

স্কুল পার্শবর্তী বিভিন্ন দোকানরা জানান সে বিভিন্ন সময় ছাত্রীদের উত্ত্যক্ত করে এবং ছাত্র ও এলাকার মুরব্বিদের সাথে জামেলায় জড়িয়ে পড়ে।এর আগে তার নামে এলাকায় কয়েকটি সালীশ বিচারসহ মডেল থানায় মামলাও করেছেন বিভিন্ন ভোক্তভোগী এলাকাবাসীরা।শুপ্ত মাতাব্বর ৭ ওয়ার্ডের শাহজাহান মাতাব্বরের ছেলে।

জানা যায় একটি মহল এই নেককার ঘঠনাকে ধামাচাপা দেওয়ার চেস্টা করছে।কিন্তু বর্তমান শিক্ষার্থী ও অভিবাবকরা জানায় আমরা প্রশাসনের কাছে জোড় দাবি জানাই যেন এই ঘঠনা-কে সুষ্ঠুভাবে তদন্ত করে এই মাদকসেবী সুপ্তরের কঠিন বিচার নিশ্চিত করে।

একই রকম খবর